Connecting You with the Truth

বান কি মুনের আহ্বানে সাড়া দেওয়া উচিৎ -মাহবুবুর রহমান

স্টাফ রিপোর্টার:
সংলাপের ব্যাপারে জাতিসংঘের মহাসচিব বান কি মুনের আহ্বানে সরকারের ইতিবাচক সাড়া দেওয়া উচিৎ বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস ঢাকা দক্ষিণের নবনির্বাচিত কমিটি নিয়ে গতকাল সকালে জিয়ার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি মন্তব্য করেন। জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের ৪০ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি এক বিবৃতিতে সংস্থাটির মহাসচিব বান কি মুন বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে সকল রাজনৈতিক দলকে সংলাপে বসার তাগিদ দেন।
এ বিষয়ে প্রশ্ন করা হলে মাহবুবুর রহমান বলেন, জাতিসংঘের মহাসচিব বান কি মুন বাংলাদেশের ব্যাপারে বার বার উদ্বেগ প্রকাশ করেছেন। বেশ কয়েকবার তার প্রতিনিধি দল পাঠিয়েছেন। বন্ধু হিসেবে তিনি বাংলাদেশের চলমান গণতান্ত্রিক সংকটের উত্তরণ চেয়েছেন। ৫ জানুয়ারি নির্বাচনের পর গণতন্ত্রের কবর রচনা হয়েছে মন্তব্য করে তিনি বলেন, মহান স্বাধীনতার মূল চেতনা ছিল গণতন্ত্র। কিন্তু আজ সেই গণতন্ত্রের ধস নেমেছে। এই গণতন্ত্রকে ফিরিয়ে আনতে সংলাপ সমঝোতার কোনো বিকল্প নেই। তাই আমরা মনে করি সংলাপের ব্যাপারে জাতিসংঘের মহাসচিব বান কি মুনের আহ্বানে সরকারের ইতিবাচক সাড়া দেওয়া উচিৎ। নইলে আমরা ধরে নেব সরকার সংঘাত চাচ্ছে। কিন্তু আমরা সংঘাত চাই না। সংঘাত অনেক হয়েছে। রক্ত অনেক ঝড়েছে আর কত? মাহবুবুর রহমান আরো বলেন, জাতিসংঘ, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টসহ গোটা গণতান্ত্রিক বিশ্ব চায় বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকট সংলাপ-সমঝোতার মাধ্যমে নিরসন হোক। আমরাও চাই শান্তিপূর্ণভাবে চলমান সংকট নিরসন হোক। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবীব উন নবী খান সোহেল, বিএনপির স্বনির্ভর বিষয়ক স¤পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জাসাসের সভাপতি এম এ মালেক, সাধারণ স¤পাদক মনির খান, ঢাকা দক্ষিণের সভাপতি জাহাঙ্গীর সিকদার, সাধারণ স¤পাদক খালেদ এনাম মুন্না প্রমুখ।

 

Comments
Loading...