Connecting You with the Truth

বাবা হচ্ছেন আকরাম

s-11
স্পোর্টস ডেস্ক:
৪৮ বছর বয়সে আবারো বাবা হতে চলেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরাম। ট্যুইটারে নিজেই এ তথ্য জানিয়েছেন আকরাম। তিনি জানান, তার স্ত্রী শানিয়েরা সন্তানসম্ভবা। কয়েক মাসের মধ্যেই তৃতীয় সন্তানের বাবা হবেন দুই ছেলের জনক ওয়াসিম আকরাম। এদিকে স্বর্ণকেশী সুন্দরী অস্ট্রেলিয়ান বান্ধবী শানিয়েরা টমসনকে গতবছর বিয়ে করেন পাকিস্তানের সাবেক এ পেসার। ওয়াসিম আকরামের প্রথম স্ত্রী ছিলেন হুমা। ১৯৯৫ সালে হুমাকে বিয়ে করেন তিনি। কিন্তু মাল্টিপল অর্গ্যান ফেলিয়োর হয়ে ২০০৯ সালে চেন্নাইয়ে মারা যান হুমা। প্রথম স্ত্রীর মৃত্যুর চার বছর পর গতবছর আগস্ট মাসে শানিয়েরাকে বিয়ে করেন আকরাম। তবে অনেকদিন ধরে বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের সঙ্গে তার সম্পর্কের জল্পনা চলে আসছিল।


Comments
Loading...