Connecting You with the Truth

বাবা হারালেন ক্রিকেটার আশরাফুল

asবাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের বাবা আব্দুল মতিন মারা গেছেন। সোমবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আশরাফুল জানান,‘গত ১১ সেপ্টেম্বর থেকে তার বাবা হাসপাতালে ভর্তি ছিলেন। ২০০৬ সালে তার হার্ট অপারেশন হয়। এরপর গত মে মাসে হার্টে ব্লক থাকায় রিং পরানো হয়। হঠাৎ রবিবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। তাকে শক দেয়া হলে হৃদক্রিয়া পুনরায় চালু হয়। এরপর রাত ১টা ১০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

বাবার রুহের মাগফিরাতের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন আশরাফুল। রাতেই মরদেহ ব্রাক্ষ্মণবাড়িয়ায় নিয়ে যাওয়া হবে। সেখানেই তাকে দাফন করা হবে বলে জানান তিনি।

এর আগে গত ২৩ মে হঠাৎ ‘হার্ট অ্যাটাক’ করলে তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল ভর্তি করা হয়। প্রায় চার দিন সিসিইউতে থাকার পর বেশ কিছুদিন বারডেম হাসপাতালে ছিলেন।

Comments
Loading...