Connecting You with the Truth

বার্সাকে স্পর্শ করলো অ্যাতলেতিকো

স্পোর্টস ডেস্ক:
ক্রিসমাস আর নতুন বছরের বিরতি শেষে লা লিগায় মুখোমুখি হয়েছিল স্প্যানিস জায়ান্ট অ্যাতলেতিকো মাদ্রিদ এবং লেভান্তে। প্রায় ৪৬ হাজারেরও বেশি দর্শককে মাতিয়ে ৩-১ গোলের জয় তুলে নেয় দিয়েগো সিমিওনের অ্যাতলেতিকো। এ ম্যাচে জোড়া গোল করেন অ্যান্তোনিয় গ্রিজম্যান। ঘরের মাঠ এস্তোদিয়ো ভিসেন্তে কালদেরনে স্বাগতিক হিসেবে খেলতে নেমেছিল অ্যাতলেতিকো। প্রত্যাশিত জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বর জায়গাটি ধরে রেখেছে সিমিওন শিষ্যরা। তবে, পয়েন্ট টেবিলের তিনে থাকলেও দুইয়ে থাকা বার্সার সমান ৩৮ পয়েন্ট অর্জন করে অ্যাতলেতিকো। ম্যাচের ১৮ ও ৪৭ মিনিটে দুটি গোল করেন গ্রিজম্যান। প্রথমার্ধে গ্রিজম্যানের একমাত্র গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা। বিরতি থেকে ফিরে ম্যাচের ৪৭তম মিনিটে আবারো গোল করে দলের লিড দ্বিগুণ করেন তিনি। তবে, খেলার ৬২ মিনিটের মাথায় ইভানের অ্যাসিস্টে নাবিল আল জাহারের গোলে ব্যবধান কমায় লেভান্তে। ২০ মিনিট পরেই দলের তৃতীয় গোলটি করেন দিয়েগো গডিন। থিয়াগোর অ্যাসিস্টে ম্যাচের ৮২ মিনিটের মাথায় নিজের প্রথম গোলটি করেন গডিন। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি অতিথি হিসেবে খেলতে নামা লেভান্তে। ফলে, ৩-১ গোলের পরাজয় মেনে নিতে হয় তাদের।

Comments
Loading...