বার্সার সেরা খেলোয়ারের মধ্যে মেসি-নেইমার-সুয়ারেজ
স্পোর্টস ডেস্ক:
বার্সেলোনার সাবেক তারকা ফুটবলার লুইস সুয়ারেজ মিরামোনতেস বিশ্বাস করেন, বর্তমান বার্সা মেসি-নেইমার-সুয়ারেজকে নিয়ে বেশ ভাল একটি আক্রমণভাগ গড়তে যাচ্ছে। যা তার কাছে ফুটবল বিশ্বের সেরা আক্রমণভাগ বলে মনে হচ্ছে। ৭৯ বছর বয়সী মিরামোনতেস মনে করেন, নেইমার যখন গত মৌসুমে বার্সায় যোগ দেয়, তখন মেসির সঙ্গে তার ভাল বোঝাপড়া ছিল না। কিন্তু এ মৌসুমে মেসি আর নেইমারকে অসাধারণ একটি জুটি হিসেবে দেখা যাচ্ছে। তার মতে, উরুগুয়ের তারকা ফুটবলার লুইস সুয়ারেজ এ মৌসুমে বার্সায় যোগ দেওয়ায় মেসি-নেইমারের কোনো সমস্যা হবে না। ১৯৫৫ থেকে ১৯৬১ সাল পর্যন্ত বার্সেলোনার ক্লাবে খেলা মিরামোনতেস বলেন, ‘মেসি আর নেইমারের জন্য সুয়ারেজ কোনো সমস্যা হয়ে দাঁড়াবে না। তাদের দুইজনের মধ্যে যে সমস্যা গুলো হয়েছিল, তেমনটি ঘটবে না। কারণ সুয়ারেজ একজন পেশাদার ফুটবলার।’ মিরামোনতেস আরো বলেন, ‘মেসি এবং নেইমারকে এ মৌসুমে দেখে মনে হচ্ছে তাদের মধ্যে কোনো হিংসা কাজ করছে না। মেসি নিজে গোল করছে, আবার নেইমারকে দিয়েও গোল করাচ্ছে, গোলের সুযোগ করে দিচ্ছে।’ বার্সার হয়ে ১২২ ম্যাচ খেলা মিরামোনতেস আরো যোগ করেন, ‘একই রকম ঘটবে যখন সুয়ারেজ, মেসি-নেইমারের সঙ্গে মাঠে নামবে। সে যে স্টাইলে খেলে থাকে, তাতে মেসি আর নেইমারকে মাঠে প্রয়োজন পড়বে সুয়ারেজের। আর নতুন মৌসুমে নতুন ক্লাবে তাদের প্রয়োজনীয়তা অনুভব করবে সুয়ারেজ। এ কারণে তাদের মধ্যে কোনো সমস্যা সৃষ্টি হবে না।’ সব কিছু ঠিক থাকলে নিষেধাজ্ঞা কাটিয়ে ২৫ অক্টোবর রিয়াল মাদ্রিদের বিপক্ষে বার্সার ম্যাচে মাঠে নামবেন সুয়ারেজ। সে দিনই হয়তো প্রথমবারের মতো মেসি-নেইমার-সুয়ারেজকে নিয়ে বার্সা তাদের আক্রমণ সাজাবে।