Connecting You with the Truth

বার্সেলোনার নতুন মুখ

স্পোর্টস ডেস্ক:স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় নাম লেখাতে যাচ্ছেন ব্রাজিলের সাও পাওলোর উদীয় ফুটবল তারকা দগলাস পেরেইরা। সাড়ে পাঁচ মিলিয়ন ইউরোতে তাকে দলে ভিড়িয়েছে মেসি-নেইমারের বার্সেলোনা। চলতি সপ্তাহেই স্বাস্থ্য পরীক্ষা শেষে ৫ বছরের চুক্তিতে সই করবেন দগলাস- জানিয়েছে ফুটবল ক্লাব বার্সেলোনা। ব্রাজিলিয়ান এই রাইট ব্যাককে স্বদেশী দানি আলভেজের যোগ্য উত্তরসূরী হিসেবে বিবেচনা করছে ক্লাবটি। চলতি মৌসুমের পরেই দানি আলভেজের সঙ্গে ক্লাবের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। ৩১ বছর বয়সী দানি আলভেজের সঙ্গে চুক্তি নবায়ন করবে না বার্সেলোনা। তার শূন্যস্থান পূরণেই প্রতিভাবান দগলাসকে বার্সেলোনা দলে টানছে বলে জানা গেছে। বার্সেলোনার অফিসিয়াল ওয়েবসাইট সূত্রে জানা যায়, দগলাসকে দলে নেওয়ার বিষয়ে ব্রাজিলিয়ান ক্লাব সাও পাওলোর সঙ্গে ঐক্যমতে পৌঁছেছে বার্সেলোনা। চলতি সপ্তাহেই দগলাস বার্সেলোনায় পৌঁছাবেন স্বাস্থ্য পরীক্ষা শেষে ৫ বছরের চুক্তিতে স্বাক্ষর করতে। সাও পাওলোর প্রেসিডেন্ট কার্লোস মিগুয়ে আইদার জানান, এটা মোটেই আনন্দের মুহূর্ত নয়, আমরা একজন সেরা খেলোয়াড়কে হারাতে যাচ্ছি। দগলাসের প্রতি শুভকামনা জানিয়ে কার্লোস বলেন, দগলাস এখন বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারবে। এটা তার জন্য খুবই আনন্দের খবর। আমরা আশা করি, স্পেনে তার সময়টা আনন্দদায়ক হবে। কে জানে হয়তোবা কয়েক বছর পর, তাকে আমরা আবার আমাদের দলে আনতে পারবো। ২৪ বছর বয়সী রাইট ব্যাক দগলাস পেরেইরা এখনও ব্রাজিল জাতীয় দলের জার্সি গায়ে তুলতে পারেননি। তিনি আশাবাদী বার্সেলোনায় খেলে বিশ্বব্যাপী ফুটবল ভক্তদের পাশাপাশি ব্রাজিল দলের কোচ দুঙ্গারও মন জয় করতে পারবেন।

Comments
Loading...