Connecting You with the Truth

বার কাউন্সিলের ভোট আজ

অবশেষে বার কাউন্সিলের ভোট আজআইনজীবীদের সনদ প্রদানকারী প্রতিষ্ঠান বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বুধবার। কয়েকবার আদালতের নিষেধাজ্ঞার কারণে পিছিয়ে যাওয়ার পর অবশেষে এই নির্বাচন হতে যাচ্ছে।

বুধবার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ভবনে স্থাপিত ভোটকেন্দ্রসহ দেশের সব জেলার দেওয়ানি আদালতে সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

কেন্দ্রগুলোতে সকল দেওয়ানি আদালতের বিচারকরা প্রিজাইডিং অফিসারে দায়িত্ব পালন করবেন। নির্বাচনে সংশোধিত ভোটার তালিকা অনুযায়ী সারাদেশের মোট ৪৩,৩০২ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

এবারের নির্বাচনে চারটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। তবে আওয়ামী সমর্থিত আইনজীবীদের সম্মিলিত সমন্বয় পরিষদ (সাদা প্যানেল) এবং জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য (নীল প্যানেল) প্যানেলের মধ্যে মূল লড়াইটা হবে।

বাংলাদেশ বার কাউন্সিল ১৫ জন সদস্যের সমন্বয়ে পরিচালিত হয়ে থাকে। এর মধ্যে রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পদাধিকার বলে এর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। আর ১৪ জন আইনজীবীর সরাসরি ভোটে নির্বাচিত হয়ে থাকেন।

এর আগে বার কাউন্সিল ঘোষিত সংশোধিত তফসিল অনুসারে ২০ মে এই নির্বাচন হওয়ার কথা ছিল। গত ১৭ মে বার কাউন্সিলের নির্বাচন স্থগিত ও বার কাউন্সিল আইন (সংশোধন) ২০০৩ চ্যালেঞ্জ করে হাইকোর্টে দুটি রিট করেন আইনজীবী ইউনুস আলী আকন্দ।

ওই রিটের শুনানি নিয়ে ২১ মে হাইকোর্টের বেঞ্চ বার কাউন্সিল নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করে। পরবর্তীতে আপিল বিভাগ বার কাউন্সিলের নির্বাচনের জন্য ২৬ আগস্ট পুনঃনির্ধারণ করেন। পরে ৫ আগস্ট বার কাউন্সিল নির্বাচনের ভোটার তালিকা আদালতে দাখিল করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

সাদা প্যানেল :
সাধারণ আসনে নির্বাচনে প্রার্থী হয়েছেন- ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম (ব্যালট নং-১৬), আব্দুল বাসেত মজুমদার (ব্যালট নং-২), আব্দুল মতিন খসরু (ব্যালট নং-৩), ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ (ব্যালট নং-২৭), পরিমল চন্দ্র গুহ (ব্যালট নং-১৩), জেড আই খান পান্না (ব্যালট নং-১০), শ ম রেজাউল করিম (ব্যালট নং-২৮)।

এছাড়া সাদা প্যানেলে গ্রুপ-এ প্রার্থী হয়েছেন- গোলাম মোস্তফা খান (ব্যালট নং-৩), গ্রুপ-বি মো. আবদুল বাকী মিয়া (ব্যালট নং-৩), গ্রুপ-সি কবির চৌধুরী (ব্যালট নং-২), গ্রুপ-ডি কাইমুল হক রিংকু (ব্যালট নং-৩), গ্রুপ-ই আব্দুল মালেক (ব্যালট নং-২), গ্রুপ-এফ মো. ইসহাক (ব্যালট নং-২) ও গ্রুপ-জি থেকে একেএম হাফিজুর রহমান (ব্যালট নং-১) ।

নীল প্যানেল : 
সাধারণ আসনে নির্বাচনে প্রার্থী হয়েছেন- অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন (ব্যালট নং-৯), এ জে মোহাম্মদ আলী (ব্যালট নং-১), ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন (ব্যালট নং-৭), মো. সানাউল্লাহ মিয়া (ব্যালট নং-২৫), মো. বদরুদ্দোজা বাদল (ব্যালট নং-২০), মো. বোরহানউদ্দিন (ব্যালট নং-৬), মো. মহসিন মিয়া (ব্যালট নং-২১)।

এছাড়া নীল প্যানেলে গ্রুপ আসনে প্রার্থী হয়েছেন-গোলাম মোস্তফা খান

গোলাপী প্যানেল :
নির্বাচনে সাধারণ আসনে প্রার্থী হয়েছেন- সুব্রত চৌধুরী (ব্যালট নং-৩১), শাহ মো. খসরুজ্জামান (ব্যালট নং-২৯), একেএম. জগলুল হায়দার আফরিক (ব্যালট নং-০৮), আব্দুল মোমেন চৌধুরী (ব্যালট নং-০৪), সারওয়ার-ই-দীন (ব্যালট নং-৩০), মো. হেলাল উদ্দিন (ব্যালট নং-২৬), মো. শামছুল হক (ব্যালট নং-২৪)। অপর একটি প্যানেলের নাম আইনজীবী ঐক্য পরিষদ। যার নেতৃত্বে রয়েছেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ।

Comments
Loading...