Connecting You with the Truth

বাশার-সভাপতি, ফারুক-সম্পাদক, মামুন- সাংগঠনিক সম্পাদক

নিজস্ব প্রতিনিধি,শাহজাদপুর:

গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর সাংবাদিকতা ও সামাজিক উন্নয়ন ফোরামের ত্রি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। উক্ত ফোরামের সকল সাংবাদিকবৃন্দের সম্মতিক্রমে ত্রি-বার্ষিক কমিটিতে বিশিষ্ট মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও কলামিস্ট, দৈনিক বজ্রশক্তি পত্রিকার শাহজাদপুর প্রতিনিধি আবুল বাশারকে সভাপতি, দৈনিক কলম সৈনিক ও দৈনিক উত্তর কোণ পত্রিকার শাহজাদপুর প্রতিনিধি শফিকুল ইসলাম ফারুককে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়েছে। এছাড়া শাহজাদপুর সাংবাদিকতা ও সামাজিক উন্নয়ন ফোরামের সিনিয়র সহ-সভাপতি দৈনিক দিনকাল পত্রিকার শাহজাদপুর প্রতিনিধি আল-আমিন হোসেন, সহ-সভাপতি পদে দৈনিক মুক্ত সকাল পত্রিকার শাহজাদপুর প্রতিনিধি মো: আমিনুল ইসলাম, যুগ্ম-সম্পাদক পদে দৈনিক নিউজের শাহজাদপুর প্রতিনিধি এম এম রানা, সহকারী সাধারণ সম্পাদক পদে দৈনিক ইনকিলাবের শাহজাদপুর উপজেলা সংবাদদাতা শামছুর রহমান শিশির, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক দেশের পত্রের শাহজাদপুর প্রতিনিধি ও দৈনিক বজ্রশক্তির জেলা প্রতিনিধি মো. মামুন বিশ্বাস নির্বাচিত হয়েছেন। এছাড়া অর্থ সম্পাদক পদে দৈনিক খবর বাংলার পত্রিকার শাহজাদপুর প্রতিনিধি ডা: ফরিদ আহমেদ চঞ্চল, কার্যকরী সদস্য সাগর বসাক, এম এ জাফর  লিটন, নিজাম উদ্দিন নির্বাচিত হয়েছেন।

Comments
Loading...