Connecting You with the Truth

বাহরাইনে ভবন ধ্বসে অন্তত ২০ জন নিহত

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাহরাইনে একটি ভবন ধ্বসে পড়ায় অন্তত ২০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ।

মঙ্গলবার রাজধানী মানামার কাছে এ ঘটনা ঘটে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছেন।

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণেই ভবনটি ধসে পড়েছে। ভবনটিতে প্রবাসী শ্রমিকরা বসবাস করতো।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, সালমানিয়া এলাকার একটি পুরনো দ্বিতল ভবন ধসে পড়েছে। ভবনটির দ্বিতীয় তলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, বাহরাইনে এক লাখেরও বেশি বাংলাদেশি শ্রমিক কাজ করে থাকে

Comments
Loading...