Connecting You with the Truth

বাহুবলীর জন্য ৬০০০ বিয়ের প্রস্তাব!

বিনোদন ডেস্ক:
নির্মাতা এস এস রাজমৌলির ‘বাহুবলী’ ছবির কল্যাণে দক্ষিণ ভারতের নায়ক প্রভাস এই মুহূর্তে ভারতের সবচেয়ে বড় তারকা। এই অবিবাহিত তারকার খ্যাতি এখন এতটাই যে তার জন্য লাইন ধরে বিয়ের প্রস্তাব আসছে।
আর হবেই বা না কেন, প্রভাসই তো এখন ভারতের ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’। ইতিমধ্যে ৬০০০টি বিয়ের প্রস্তাব পেয়েছেন প্রভাস। বিশেষকরে বাহুবলী সিনেমার শ্যুটিংয়ের দিনগুলো থেকেই এই প্রস্তাব আসতে শুরু করে। গত পাঁচ বছরের মধ্যে। ‘বাহুবলী : দ্য বিগিনিং’ ও ‘বাহুবলী ২ : দ্য কনক্লুশন’ ছবিগুলোর শুটিংয়ের মধ্যে এসব প্রস্তাব পেয়েছেন প্রভাস।
কিন্তু প্রভাস সব প্রস্তাবই ফিরিয়ে দিয়েছেন। তাঁর মুখে এক কথা—‘বাহুবলী’ শেষ না হওয়া পর্যন্ত বিয়ে নয়। ৩৭ বছর বয়সী প্রভাস কার প্রস্তাবে রাজি হন সেটাই দেখার বিষয়! টাইমস অব ইন্ডিয়া।

Comments
Loading...