Connecting You with the Truth

বিএনপির দুই দিনের কর্মসূচি, সিনিয়র নেতাদের বৈঠক রোববার

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে দুই দিনের কর্মসুচি ঘোষণা করেছে দলটি। কর্মসূচির মধ্যে রয়েছে – আগামী ১ এপ্রিল সারাদেশে লিফলেট বিতরণ ও ৩ এপ্রিল প্রতিবাদ কর্মসূচি পালন ।

আবার একই দাবিতে আগামী ৪ এপ্রিল রাজশাহীতে, ৭ এপ্রিল বরিশালে ও ১০ এপ্রিল সিলেটে জনসভা করা হবে।

সংবাদসূত্রে জানা যায়, আগামী দিনের আন্দোলন কর্মসূচি ঠিক করতে আগামী রবিবার বৈঠক করবেন বিএনপির সিনিয়র নেতারা। ওইদিন সন্ধ্যা সাড়ে ছয়টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে। বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদকরা উপস্থিত থাকবেন।

Comments
Loading...