Connecting You with the Truth

বিএনপি-জামায়াতের কাছে দেশ নিরাপদ নয়-মোস্তফা রাশিদী

দিঘলিয়া প্রতিনিধি, খুলনা:
গত ১৫ সেপ্টেম্বর বিকাল ৪টায় বারাকপুর ইউনিয়ন আ’লীগের উদ্যোগে নন্দনপ্রতাপ হাই স্কুল মাঠে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এস এম মোস্তফা রাশিদী সুজা এমপি বলেন, দেশ যখন উন্নয়নের দিকে ধাবিত হয় তখন জামায়াত-বিএনপি উন্নয়ন বাধাগ্রস্ত করতে মরিয়া হয়ে ওঠে। বিএনপি-জামায়াত দেশকে তালেবান রাষ্ট্রে পরিণত করতে চায়। ওরা বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না। বিএনপি-জামায়াত যখনই রাষ্ট্রীয় ক্ষমতায় বসেছে তখনই লুটপাট করে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। এদের কাছে দেশ নিরাপদ নয়। তিনি দিঘলিয়ার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন দিঘলিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচনে সামছুন নাহারকে কলস প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। উক্ত নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করেন বারাকপুর ইউনিয়ন আ’লীগের আহ্বায়ক গাজী আ. রউফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি খান নজরুল ইসলাম, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন, গাজী জাকির হোসেন, হায়দার আলী মোড়ল, সামছুন নাহার এছাড়াও উক্ত জনসভায় আরো উপস্থিত ছিলেন আ. হাই সোহেল, শেখ মনিরুল ইসলাম, শেখ ইয়াজুল ইসলাম, আমিনুর রহমান, মিলন কান্তী দে, শেখ আ. রহমান, নিত্যনন্দন রায়, উজ্জল দাস, মোল্লা ফিরোজ হোসেন, মো. হাবিবুর রহমান তারেক, মো. আকবার হোসেন, মো. ইকতিয়ার হোসেন, গাজী সেলিম রেজা, ফোরকান আহম্মেদ রনি, মো. রিয়াজুল ইসলাম, গাজী রফিক, মোল্লা নজরুল ইসলাম, সৈয়দ জামিল মোর্শেদ মাসুম, মো. নাসির উদ্দিন, সাইদুল চৌধুরী, মো. মাসুম বিল্লাহ, মো. আলামিন শেখসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Comments
Loading...