বিএনপি থেকে সদ্য আ’লীগে যোগদানকারীকে মনোনয়ন দেওয়ায় সিরাজদিখানে স্থানীয় আ’লীগের বিক্ষোভ
রোমান হাওলাদার, মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়নে বিএনপি থেকে সদ্য আওয়ামীলীগে যোগদান যোগদানকারীকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ থেকে মনোনিত করায় স্থানীয় আ’লীগ নেতারা বিক্ষোভ মিছিল করেছে।
মঙ্গলবার বিকাল সারে ৫ টায় উপজেলার কোলা ইউনিয়নের ছাতিয়ানতলী স্কুলের সামনে শ্রীনগর-মুন্সীগঞ্জ সড়কে এই বিক্ষোভ করে কোলা ইউনিয়ন আ’লীগ ও অঙ্গ সংগঠন। বিক্ষোভ শেষে কোলা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি নুর ইসলাম বক্তব্যে বলেন, সদ্য বিএনপি থেকে আওয়ামীলীগে যোগদানকারীকে মনোনয়ন দেওয়া ও রাজাকারের হাতে নৌকা মানিনা মানব না। আগামী কাল (বুধবার) সকাল ১০ টায় এই স্থানেই মানব বন্ধন করা হবে। বিক্ষোভে উপস্থিত ছিলেন কোলা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তারণ, বঙ্গবন্ধু পরিষদ সাধারণ সম্পাদক শাহ আলম ফকির, যুবলীগ সি. সহ সভাপতি মাসুদ, যুবলীগ সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, ছাত্রলীগ সাধারণ সম্পাদক মো. ইয়ামিন প্রমুখ।