বিএসএফ’র ধাওয়া খেয়ে নদীতে ডুবে মারাগেল এক যুবক
আব্দুল আলীম সাচ্চু, দৌলতপুর, কুষ্টিয়া:
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিএসএফ’র ধাওয়া খেয়ে মাথাভাংগা নদীতে ডুবে নিখোঁজ শামীম (৩০) এর লাশ একদিন পর মেহেরপুরের গাংনী এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। সে ফিলিপনগর ইউপি’র বাহিরমাদী গ্রামের শহিদুল ইসলামের ছেলে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদহ সীমান্তের মাথাভাংগা নদীতে এ ঘটনা ঘটেছে। এলাকাবাসী ও নিখোঁজ যুবকের পরিবার সূত্র জানিয়েছে, দৌলতপুর উপজেলার চরাঞ্চলের ৬ বাংলাদেশি অবৈধভাবে ভারতে প্রবেশ করে কেরালায় দিন মজুরির কাজ শেষে ওইদিন বাড়ি ফিরছিল। ভারতের নদীয়া জেলার মরটিয়া থানার শিকারপুরের সন্নিকটে ভারত সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশকালে নিউ শিকারপুর বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের ধাওয়া করে। বিএসএফ’র ধাওয়া খেয়ে তারা মাথাভাঙ্গা নদীতে ঝাঁপ দেয়। এতে ৫ জন সাঁতরে বাংলাদেশের ধর্মদহ সীমান্তে উঠলেও সাঁতার না জানার কারণে শামীম পানিতে তলিয়ে যায়। পরে তার ৫ সঙ্গী মাথাভাঙ্গা নদীর পাড়ে খোঁজ করে না পেয়ে শামীমের বাড়িতে খবর দেয়। খবর পেয়ে নিখোঁজ পরিবারের লোকজন খোঁজাখুজির এক পর্যায়ে শনিবার সন্ধ্যা ৭টার দিকে কাজিপুর গ্রামের খাঁ পাড়ার কাছে মাথাভাঙ্গা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।