Connecting You with the Truth

বিকল্প নতুন সড়ক সেতু নির্মাণের দাবিতে সোনাহাট সেতুতে মানববন্ধন 

নাগেশ্বরী প্রতিনিধি, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে স্থলবন্দর রোডস্থ ঝুঁকিপূর্ণ সোনাহাট সেতুতে মানববন্ধন করেছে স্থানীয়রা।
গত মঙ্গলবার সকালে ১৯০৫ সালে নির্মিত বর্তমানে চরম ক্ষতিগ্রস্ত ও মেয়াদ উত্তীর্ণ সোনাহাট রেলওয়ে সেতু পয়েন্টে বিকল্প নতুন সড়ক সেতু নির্মাণের দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই মাস্টার, ফুটানীর বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল হাই ব্যাপারী, রংপুর সরকারি কলেজের অর্থনীতির ছাত্র আরিফুল ইসলাম জুয়েল প্রমুখ। বক্তারা অত্র এলাকার অর্থনৈতিক সম্ভাবনার ক্ষেত্রে এই সেতুটির অপরিসীম গুরুত্বের কথা তুলে ধরেন। একইসাথে গৃহীত সরকারি সিদ্ধান্ত মোতাবেক আগামী ১ মাসের মধ্যে বিকল্প সড়ক সেতুর নির্মাণ কাজ শুরু না হলে তারা সোনাহাট স্থলবন্দর রোডে ক্ষতিগ্রস্ত রেলওয়ে সেতু পয়েন্টে অবরোধ কর্মসূচি পালনের আগাম ঘোষণা দেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সোনাহাট ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক আমিনুর রহমান, পাইকের ছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক শহিদুল ইসলাম, সাংবাদিক মো. যুবরাজ খান, রবিউল আলম লিটন, শামসুজ্জোহা সুজন, আসাদুজ্জামান খোকন, ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু সায়েম হ্যাভেন, উপজেলা ছাত্রলীগের মাহমুদুল হাসানসহ স্থানীয় সর্বস্তরের জনগণ ।

Comments
Loading...