Connecting You with the Truth

বিচারকের হত্যা মামলায় চারজন ফের রিমান্ডে

remandচট্টগ্রাম প্রতিনিধি:
নওগাঁর অতিরিক্ত জেলা জজ কাজী আব্দুল হাসিব মো. আবু সাঈদের (৪৭) রহস্যজনক মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হওয়া কথিত স্ত্রী ও শ্বাশুড়িসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য ফের রিমান্ডে নিয়েছে পুলিশ। এদের মধ্যে কথিত স্ত্রী সানজিদা আক্তার মিশু, তার মা লাকী আক্তার এবং ভাই ইমরান আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া কাজের বুয়া রিমা আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল চট্টগ্রাম মহানগর হাকিম নূরে আলম ভূঁইয়া পুলিশের করা এক আবেদনের প্রেক্ষিতে এ রিমান্ড মঞ্জুর করেছেন।
নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বলেন, হালিশহর থানা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ৮ দিনের রিমান্ড চেয়েছিল। আদালত শুনানি শেষে তিনজনের পাঁচদিন এবং অপর একজনের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আদালতের আদেশের পর পুলিশ তাদের জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নিয়েছেন। বিচারককে মাথায় আঘাত করে গুরুতর জখম করে হত্যা করার অভিযোগে গত ১৭ সেপ্টেম্বর দুপুরে হালিশহর থানার এস আই মুকুল মিয়া বাদি হয়ে মামলা দায়ের করেন। মামলায় পাঁচজনকে আসামী করা হয়েছে। এরা হলেন, বিচারকের কথিত স্ত্রী সানজিদা আক্তার মিশু, তার মা লাকী আক্তার, মিশুর বাবা নাছির আহমেদ, ভাই ইমরান আহমেদ এবং বাসার কাজের বুয়া রীমা আক্তার। এদের মধ্যে নাছির আহমেদ পলাতক আছেন। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামী করা হয়েছে। এর আগে ১৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার দিকে হালিশহর থানার মোল্লাপাড়া এলাকায় সানজিদা আক্তারের বাসা থেকে গুরুতর আহত অবস্থায় বিচরককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান মিশু, লাকী আক্তার ও ইমরান আহমেদ। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় রোগির সঙ্গে থাকা স্বজনরা আবু সাঈদ গলায় ফাঁস দিয়ে আÍহত্যা করেছে বলে জানালে চমেক পুলিশ সদস্যদের সন্দেহ হয়। তারা তিনজনকে আটকে রাখেন। পরে হালিশহর থানা পুলিশ মোল্লাপাড়ার বাসায় অভিযান চালিয়ে আরও একজনকে আটক করেন।

Comments
Loading...