বিনোদন
বিজ্ঞাপনচিত্রে নওশীনের পরবর্তী পদক্ষেপ
বিনোদন ডেস্ক:
বাংলাদেশের বিনোদন জগতে এখন তিনি বিতর্কিত। সম্প্রতি প্রকাশ পাওয়া শর্ট ফিল্ম মুখোশ তাকে এনে দিয়েছে এই বিতর্কিত নায়িকার তকমা। মাঝে তাকে টিভিপর্দায় দেখা না গেলেও এই একটি স্বল্পদৈর্ঘ্য ছবি তাকে নিয়ে এসেছে আলোচনার কেন্দ্র বিন্দুতে। তবে নওশীন ভক্তদের জন্য সুখবর হল মুখোশ’এ এই অভিনেত্রীর খোলা মেলা উপস্থাপনের পরনতুন একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হলেন এই অভিনেত্রী-উপস্থাপিকা। ইনসেপটার একটি পণ্যের বিজ্ঞাপনে মডেল হয়েছেন তিনি। এতে তার সঙ্গে কাজ করেছেন আরিফ অর্ক। বিজ্ঞাপনচিত্রটির নির্দেশনা দিচ্ছেন তৌহিদ মিটুল। ২৭ আগস্ট এর কিছু অংশের দৃশ্যধারণ হয়েছে। এদিকে, ২৮ আগস্ট বিকালে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন নওশীন। সেখানে তিনি প্রায় মাসখানেক থাকবেন। বিদেশযাত্রায় নওশীনের সঙ্গে তার স্বামী আদনান ফারুক হিল্লোলসহ পরিবারের অন্য সদস্যরাও রয়েছেন বলে জানা গেছে। দেশে ফিরে কক্সবাজারে বিজ্ঞাপনচিত্রটির বাকি অংশের দৃশ্যধারণে অংশ নেবেন তিনি। নওশীন সর্বশেষ গত মে মাসে প্রাণ মিল্ক পাউডারের একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হন। এতে তার সহশিল্পী ছিলেন শাহাদাৎ হোসেন। নওশীন ধারাবাহিক নাটকেও নিয়মিত অভিনয় করছেন। তার অভিনীত ধারাবাহিকগুলোর মধ্যে রয়েছে-‘নীড় খোঁজে গাঙচিল’, ‘থ্রি কমরেডস’ এবং ‘চোখের বালি’। এদিকে, নওশীন তিন-তিনটি ছবিতে অভিনয় করেছেন। কিন্তু দুঃখের বিষয়, একটিও মুক্তির আলো দেখেনি। ছবিগুলো হলো-‘সুঁয়াচান পাখি’, ‘হ্যালো অমিত’ এবং ‘দুদু মিয়া’। অভিনয়ের পাশাপাশি নওশীন নাটকও লিখে থাকেন। বর্তমানে তিনি দুটি নাটক লিখছেন। এরমধ্যে একটি লেখা প্রায় শেষের পথে। পরিবারের মা-বাবা ও মেয়ের কাহিনী নিয়ে এর প্রেক্ষাপট গড়ে উঠেছে। এ ছাড়া আরেকটি নাটক লেখা সবেমাত্র শুরু করেছেন। নওশীন আরো জানান, দুটি নাটকই তার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নির্মিত হবে। প্রতিষ্ঠানটির নাম ‘ইহান ক্রিয়েশনস’। খুব শিগগিরই তিনি নাটক দুটি নির্মাণের কাজে হাত দেবেন। নওশীন বলেন, ‘নাটকের জন্য ভালো ভালো গল্প ভাবনা আসে মাথায়। কিন্তু অভ্যাস না থাকায় লেখায় মন বসাতে পারি না। এরপরও অনেক সাহস নিয়ে দুটি নাটকের চিত্রনাট্য লিখছি। আশা করি, এর গল্প ভাবনা দর্শকদের আকৃষ্ট করবে।’
-
আন্তর্জাতিক8 years ago
গ্রিস প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা
-
আন্তর্জাতিক8 years ago
যুক্তরাষ্ট্রে দুটি বিমানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু
-
স্বাস্থ্য7 years ago
গলা ব্যথার কারণ ও চিকিৎসা
-
দেশজুড়ে8 years ago
আজ চন্দ্র গ্রহন সন্ধা ৬টা ১২ মিনিট থেকে রাত ৮ টা ৫৯ মিনিট পর্যন্ত
-
বিবিধ9 years ago
আর অটো রিক্সা নয় এবার অবিশ্বাস্য কম দামের গাড়ি!
-
জাতীয়7 years ago
আন্তর্জাতিক নারী দিবস আজ
-
জাতীয়8 years ago
স্বাধীনতা যুদ্ধের পটভূমি ও মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা
-
ফিচার8 years ago
বাংলাদেশের ৬৪ জেলার নামকরণের ইতিহাস