Connecting You with the Truth

বিজ্ঞাপনচিত্র মডেলিংয়ের মাধ্যমে চলচ্চিত্রে রাইজা

b-5a
বিনোদন ডেস্ক:
বিজ্ঞাপনচিত্র ও বিভিন্ন পণ্যের মডেলিংয়ের মাধ্যমে পরিচিতি পেয়েছেন রাইজা রশিদ। র‌্যাম্পে হেঁটেছেন বেশ কিছুদিন। কয়েকটি নাটকেও দেখা গেছে তাকে। রাইজা এবার প্রস্তুতি নিচ্ছেন চলচ্চিত্রে অভিনয়ের। তিনি জানালেন, ‘চলচ্চিত্রের ব্যাপারটা আপাতত চমক হিসেবে রাখতে চাই। সম্পূর্ণ দেশপ্রেম নির্ভর গল্পের একটি ছবিতে কাজ করতে যাচ্ছি। খুব তাড়াতাড়িই সুখবরটা সবাইকে জানিয়ে দিতে পারবো।’ তিনি আরও বলেন, ‘আমি সবসময় চেয়েছিলাম নাচে-গানে ভরপুর মসলাদার ছবি নয়, মানুষের হৃদয়কে নাড়া দেয় এমন কাজ দিয়ে বড় পর্দায় আমার অভিষেক হোক। সে সুযোগটা পেয়ে গেছি।’ রাইজা মডেলিং শুরু করেন ২০১২ সালে। শুরুর দিকে র‌্যাম্পে হাঁটলেও এখন বিরতি নিয়েছেন। তার ভাষ্য, ‘মডেলিং নয়, আমি পুরোদমে অভিনয় করতে চাই।’ দেবাশিষ রুদ্র শর্মার ‘প্রেম এবং পিস্তল’, অঞ্জন আইচের ‘শুন্য সমীকরণসহ বেশ কিছু একক ও ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন রাইজা। তিনি বললেন, ‘চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তুতি হিসেবেই নাটকে অভিনয় করা।’ কিছুদিন আগে আরএফএলের নতুন বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন রাইজা। ১ সেপ্টেম্বর থেকে এর প্রচার শুরু হবে টিভিতে। এর আগে তিনি বাংলালিংক ও প্রাণের একাধিক বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছেন।


Comments
Loading...