বিতর্কিত আম্পায়ারিংয়ের বিরুদ্ধে আপিল করবে বাংলাদেশ
স্পোর্টসডেস্ক: অস্ট্রেলিয়ার মেলবোর্নে বাংলাদেশ -ভারত ম্যাচ শেষে বাজে আম্পায়ারিং নিয়ে এভাবেই নিজের ক্ষোভ প্রকাশ করেন ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির সভাপতি মোস্তফা কামাল।
তিনি আরও জানান, আইসিসির আসন্ন মিটিংয়ে আনুষ্ঠানিকভাবে বিষয়টি আলোচনা হবে। বিষয়টির সাথে একমত প্রকাশ করেছেন বিসিবির সহ-সভাপতি মাহবুব আনাম।
তিনি বলেন, ‘মেলবোর্নে এসে বিলবোর্ডে যা দেখলাম, আইসিসি মানে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল, ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিলের আমি প্রতিনিধিত্ব করতে পারবো না। আম্পায়ারিংয়ের কোনো যোগ্যতা ছিল না। মনে হচ্ছিলো যে তারা ঠিকঠাক করে মাঠে নেমেছিল। কেউ যদি জোর করে ফলাফল চাপিয়ে দেয় সেটা আমরা মানবো না।’
তিনি আরো বলেন, ‘ইন্ডিয়ান সাবেক খেলোয়াড় থেকে শুরু করে সব খেলোয়াড়ই আম্পায়ারদের বিরুদ্ধে কথা বলছে। আইসিসি’র উচিত এটা তদন্ত করে বের করা।।