Connecting You with the Truth

বিদায় নিল সানিয়া-ফেদেরার

স্পোর্টস ডেস্ক:s-4
শুক্রবার মেলবোর্নের অস্ট্রেলিয়ান ওপেনে নতুন পার্টনার নিয়ে হোঁচট খেলেন ভারতীয় টেনিস সুন্দরী সানিয়া মির্জা। এদিকে, তৃতীয় রাউন্ড থেকেই ছিটকে পড়েছেন রজার ফেদেরার। অস্ট্রেলিয়ান ওপেনে মহিলা ডাবলসে দ্বিতীয় রাউন্ডে সানিয়া তার নতুন সঙ্গী চাইনিজ তাইপের সু-উই সিউকে নিয়ে টেনিস কোর্টে নেমেছিলেন। তবে, জয়ের পরিবর্তে পরাজয় মেনে নিতে হয়েছে এ জুটিকে। সম্প্রতি মহিলা ডাবলসে পাঁচ নম্বরে উঠা সানিয়া জুটি ৭-৬, ৬-৪ সেটে হেরেছেন। কানাডিয়ান গ্যাব্রিয়েলা ও পোলিশ অ্যালিকজা রোসোলকা জুটির কাছে সরাসরি সেটে হারেন সানিয়া জুটি। ফলে, মহিলা ডাবলস থেকে বিদায় নিলেন ভারতীয় টেনিস তারকা। এদিকে, অস্ট্রেলিয়ান ওপেনের পঞ্চম দিনে তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন রজার ফেদেরার। ইতালির আন্দ্রেজ সেপির কাছে ৬-৪, ৭-৬(৫), ৪-৬ ও ৭-৬(৫) সেটে হেরেছেন ফেদেরার।

Comments
Loading...