বিনা কর্তনে ছাড়পত্র পেল ছুঁয়ে দিলে মন
বিনোদন ডেস্ক:
সেন্সর ছাড়পত্র পেল টিভি নাটকের জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীনের প্রথম ছবি ‘ছুঁয়ে দিলে মন’। নির্মাতা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আন কাট সেন্সর ছাড়পত্র পেয়েছে আমাদের ছবি। আমরা আশা করছি ফেব্র“য়ারি মাসে ছবিটি রিলিজ করতে পারবো। এখন তারিখটা ঠিক করবো।’ গত ১৮ ডিসেম্বর ছবিটি সেন্সরবোর্ডে জমা দেওয়া হয়েছিল এবং ১ ডিসেম্বর ছাড়পত্র দেয়া হয়। ধ্বনিচিত্র এবং মনফড়িং প্রযোজিত ‘ছুঁয়ে দিলে মন’ ছবিতে অভিনয় করেছেন আরিফিন শুভ, জাকিয়া বারি মম, মিশা সওদাগর, ইরেশ যাকের, মিশু সাব্বির প্রমুখ। জিরোনা এন্টারটেইনমেন্ট থেকে প্রকাশিত হয় এ ছবির অডিও গানের অ্যালবাম। অ্যালবামে গান রয়েছে ছয়টি। ছবির অন্য গানগুলো লিখেছেন মারজুক রাসেল, সাজু খাদেম, সিরাজুম মনির ও সোমেশ্বর অলি।