Connecting You with the Truth

বিপর্যয়ের মুখে স্বাস্থ্যসেবা লক্ষ্মীপুর জেলায় স্বাস্থ্য বিভাগে গুরুত্বপূর্ণ ২৪০টি পদ শূন্য

ভ্রাম্যমাণ প্রতিনিধি, লক্ষ্মীপুর:
শূন্য পদের ভারে নুয়ে পড়েছে লক্ষ্মীপুরের স্বাস্থ্য বিভাগ। জেলার স্বাস্থ্য বিভাগের অনেকগুলো পদ শূন্য থাকায় বিপর্যয়ের মুখে লক্ষ্মীপুরের স্বাস্থ্য সেবা। সিভিল সার্জন কার্যালয়, সদর হাসপাতালসহ জেলার ৪টি স্বাস্থ্য কমপ্লেক্স ও ২১টি উপ-স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তার, ফার্মাসিস্ট, স্বাস্থ্য পরিদর্শক, নার্স, স্বাস্থ্য সহকারী মিলে ২৪০টি পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। এতে করে জেলার ১৮ লাখ জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা নিয়ে বিপাকে পড়েছে স্বাস্থ্য বিভাগ। জেলার সরকারি হাসপাতালগুলোতে রোগীদের উপচে পড়া ভিড় সামাল দিতে বেশ বেগ পোহাতে হচ্ছে কর্তৃপক্ষকে। প্রত্যন্ত অঞ্চল থেকে আসা গরীব অসহায় রোগীদের অনেকে বিরক্ত হয়ে চলে যেতে বাধ্য হন। ফলে প্রতিনিয়ত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে হাজার হাজার মানুষ। জেলা সদর হাসপাতালসহ অন্যান্য সরকারি হাসপাতালে সরকারি মঞ্জুরীকৃত মেডিকেল অফিসারের পদ রয়েছে ৭৮টি। এর মধ্যে শূন্য রয়েছে ৪২টি। সিনিয়র কনসালটেন্ট কার্ডিওলজিসহ ৩টি কনসালটেন্ট পদ শূন্য রয়েছে। এছাড়া ফার্মাসিস্ট ২৫টি পদের মধ্যে ১৪টি, নার্সিং সুপার ভাইজার ৫টির মধ্যে ২টি, সিনিয়র স্টাফ নার্স ৪৭টির মধ্যে ১৪টি, স্টাফ নার্স ২৩টির মধ্যে ১৫টি, স্বাস্থ্য পরিদর্শক ২৩টির মধ্যে ২টি, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ৬৮টির মধ্যে ২টি, স্বাস্থ্য সহকারী ৩৪০টি পদের মধ্যে ৬১টি পদ শূন্য রয়েছে। সব মিলিয়ে ডাক্তার ও প্রথম শ্রেণির কর্মকর্তার ১৩৫টি পদের মধ্যে ৭৩টি এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণির রাজস্ব খাতে ৭৩৬টি পদের মধ্যে ৬৭টি। উন্নয়ন খাতে ৩৮টি পদের মধ্যে ৩৪টি পদসহ সর্বমোট ২৪০টি পদ দীর্ঘদিন ধরে শূন্য পড়ে আছে।
স্বাস্থ্য বিভাগে দীর্ঘদিন ধরে শূন্য পদ পড়ে থাকা প্রসঙ্গে সিভিল সার্জন ডা. মো. গোলাম ফারুক সাংবাদিকদের বলেন, শূন্যপদে লোক নিয়োগের জন্য প্রতিমাসেই তারা মন্ত্রণালয়ে রিপোর্ট পাঠিয়ে থাকেন। এছাড়া জেলার সমন্বয় সভায়ও এ নিয়ে আলোচনা হয়ে থাকে। জনবল সংকটের কারণে তাদের স্বাস্থ্যসেবা কার্যক্রম চালিয়ে যেতে বেশ হিমশিম খেতে হচ্ছে।

Comments
Loading...