বিমসটেক সচিবালয় উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
স্টাফ রিপোর্টার:
বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনোমিক কো-অপারেশন- বিমসটেক’র স্থায়ী সচিবালয়ের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকালে গুলশান-২ এ প্রধানমন্ত্রী এ সচিবালয়ের উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে বিমসটেক সচিবালয়ের মহাসচিব মি. সুমিত নাকান্দালাসহ দেশি-বিদেশি সরকারি উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ১৯৯৭ সালের ৬ জুন থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক’র আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। শুরুতে ৪টি দেশ এর সদস্য ছিল। এখন ৭টি দেশ এর সদস্য। সহযোগিতার ক্ষেত্রও বেড়ে ৬ থেকে ১৪-তে দাঁড়িয়েছে। বিমসটেক এ অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করছে।