Connecting You with the Truth

বিমানে আজীবন বিনা খরচে বিশ্বভ্রমণ করতে পারবে শিশুটি!

born_in_airবিমানে ভ্রমণকালে মাঝ আকাশে প্রসব যন্ত্রণায় ছটফট করতে লাগলেন এক নারী। বিমানে সবাই তখন আতঙ্কিত। বিমান সেবিকারা উপস্থিত বুদ্ধির পরিচয় দিলেন। বিমানের মধ্যেই তৈরি করলেন লেবার রুম। তারপর বিমানসেবিকা, ক্রু ও সহযাত্রীদের সহযোগিতায় মাঝআকাশে বিমানের মধ্যেই জন্ম নিলো এক নবজাতক।

কয়েক বছর আগে লিবিয়ার রাজধানী থেকে নিজারের নিয়ামেইয়ে বিমানে যাওয়ার পথে এমন ঘটনা ঘটে। অার এটা ঘটে লিবিয়ার প্রথমসারির বিমানসংস্থা ‘বুরাক এয়ার’-এ । ফলে ওই বিমানের পাইলট আব্দুল বাসেটের নামেই শিশুটির নাম রাখা হয়।

বিমানের মধ্যে জন্ম নেওয়া এই নবজাতকের ছবি তখনই পোস্ট করা হয় ‘বুরাক এয়ার’-এ ফেসবুক পেজে। সঙ্গে এই ‘বুরাক এয়ার’-এর পক্ষ থেকে জানানো হয় আজীবন এই নবজাতক বিশ্বের বিনা খরচে যে কোনো প্রান্তে বিমানে যাতায়াত করতে পারবে।

উত্তর আফ্রিকা, ইউরোপ, মধ্য এশিয়ায় এই সংস্থার বিমান চলাচল করে। যদিও ২০১১ সাল থেকে গৃহযুদ্ধের কারণে ইজিপ্ট, মরক্কো, সিরিয়া, বসনিয়া, হার্জেগোনিভাতে লিবিয়ার বিমান পরিসেবা সম্পূর্ণ বন্ধ ছিল।

এই কয়েক মাসেও বিমানের মধ্যে মধ্য আকাশে নবজাতক জন্ম নেওয়ার বেশ কিছু ঘটনা ঘটেছে।

সূত্র : জিটুয়েন্টিফোর

Comments
Loading...