দিনাজপুর
বিরামপুর পৌরসভার নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের দায়িত্ব গ্রহণ
শাহ্ আলম মন্ডল, বিরামপুর, দিনাজপুর: দিনাজপুরের বিরামপুর পৌরসভার নব নির্বাচিত মেয়র আলহাজ্ব লিয়াকত আলী সরকার টুটুল ও কাউন্সিলরগণ গত রবিবার আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। পৌরসভার নির্বাহী প্রকৌশলী ফয়জুর রহমানের সভাপতিত্বে ও পৌরসচিব সেরাফুল ইসলামের সঞ্চালনায় পৌরসভা কার্যালয়ে এক অনুষ্ঠানে বর্তমান মেয়র আজাদুল ইসলাম আজাদ ও নব নির্বাচিত মেয়র আলহাজ্ব লিয়াকত আলী সরকার টুটুলের মধ্যে সাক্ষরিতপত্র গ্রহণ ও বিনিময় হয়।
এসময় বক্তব্য রাখেন, বিদায়ী মেয়র আজাদুল ইসলাম আজাদ, প্যানেল মেয়র মোজাফ্ফর রহমান, কাউন্সিলর মাহাবুবুর রহমান হান্না, শওকত আলী, আমিরুল ইসলাম, মিজানুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সাইফুল ইসলাম বাবু, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক কমর সেলিম, জাতীয় পার্টির সভাপতি মোশারফ হোসেন মাষ্টার, এ্যাডভোকেট মওলা বক্স, শফিরুল ইসলাম মাষ্টার প্রমূখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা ন্যাপের সভাপতি আজিজ সরকার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাড়– গোপাল কুন্ডু, যুবলীগের আহবায়ক আবু হেনা মোস্তফা কামাল, পৌর যুবলীগ নেতা শাহেদ আলী সরকার, ওহেদুজ্জামান অদু, অধ্যক্ষ ফরহাদ হোসেন, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি মোবারক আলী, সাধারন সম্পাদক মোরশেদ মানিক, বণিক সমিতির সভাপতি মাওলানা আশরাফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মোজাফ্ফর রহমান, ন্যাশনাল ব্যাংকের ম্যানেজার রাকিব হোসেন, পেশাজীবি ঐক্য পরিষদের আহবায়ক রফিকুল ইসলাম সরকার, ব্যবসায়ী জাহাঙ্গীর সেলিম, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম প্রমূখ। এতে পৌরসভার ৯টি ওয়ার্ডের বর্তমান ও নবনির্বাচিত সাধারণ কাউন্সিলর এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।
মেয়র আলহাজ্ব লিয়াকত আলী সরকার টুটুল বলেন, প্রথম শ্রেণীর পৌরবাসীর সকল সুযোগ- সুবিধা বৃদ্ধিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পৌরবাসী যেন হয়রানীর শিকার না হয় সেজন্য পৌর পরিষদ ও কর্মকর্তা- কর্মচারীদের যথাযথ অর্পিত দায়িত্ব পালনের আহবান জানান। বিরামপুরের উন্নয়ন সম্মিলিত উদ্দ্যোগে গ্রহণ করা হবে বলে মেয়র জানান।
Highlights
দিনাজপুরে মা-ছেলেকে অপহরণ করে মুক্তিপণ দাবি, সিআইডির ৩ সদস্য আটক
Highlights
দিনাজপুরে বজ্রপাতের ঘটনায় মোট ৭ জনের মৃত্যু
Highlights
নবাবগঞ্জে করোনা রোগীদের বাড়িতে পুষ্টিকর খাবার দিলেন ইউএনও নাজমুন নাহার
-
আন্তর্জাতিক8 years ago
গ্রিস প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা
-
আন্তর্জাতিক8 years ago
যুক্তরাষ্ট্রে দুটি বিমানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু
-
স্বাস্থ্য8 years ago
গলা ব্যথার কারণ ও চিকিৎসা
-
দেশজুড়ে9 years ago
আজ চন্দ্র গ্রহন সন্ধা ৬টা ১২ মিনিট থেকে রাত ৮ টা ৫৯ মিনিট পর্যন্ত
-
বিবিধ9 years ago
আর অটো রিক্সা নয় এবার অবিশ্বাস্য কম দামের গাড়ি!
-
জাতীয়8 years ago
আন্তর্জাতিক নারী দিবস আজ
-
জাতীয়9 years ago
স্বাধীনতা যুদ্ধের পটভূমি ও মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা
-
ফিচার8 years ago
বাংলাদেশের ৬৪ জেলার নামকরণের ইতিহাস