Connecting You with the Truth

বিরিয়ানি খেতে না পেয়ে হোটেল ত্যাগ করলেন ধোনি

s-11
স্পোর্টস ডেস্ক:
ভারত এবং চেন্নাই সুপার কিংস-এর অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ওরফে মাহি একেবারে অগ্নিশর্মা। হায়দ্রাবাদের চ্যাম্পিয়ন লিগ চলাকালীন যে পাঁচতারা হোটেলে ধোনিসহ গোটা সিএসকে দল উঠেছিল সেই হোটেল কর্তৃপক্ষের উপরে ধোনি এতটাই রেগে গিয়েছিলেন যে গোটা দল এমনকি সহকারি কর্মীদের নিয়ে অন্য হোটেলে রওনা দিলেন। কিন্তু ধোনির এমন রাগের কারণ কী? মিডিয়া সূত্রের খবর, ‘হায়দ্রাবাদি বিরিয়ানি’। ‘মুম্বাই মিরর’-এ প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় ছেলে অম্বটি রায়ুদু বাড়িতে তৈরি হায়দ্রাবাদি বিরিয়ানি পাঠিয়েছিলেন ধোনি ও তার দলের জন্য। কিন্তু হায়দ্রাবাদের হোটেল গ্র্যান্ড কাকাতিয়ার কর্মী অধিনায়ক ও তার দলকে ওই বিরিয়ানি খেতে বাধা দেন। রায়ুদু হায়দ্রাবাদে ছিলেন না। কিন্তু ধোনি ও তার দলের জন্যে কোনও মতে বাড়িতে তৈরি হায়দ্রাবাদি বিরিয়ানি তৈরি করে ধোনিদের হোটেলে পাঠিয়ে দেন। হোটেলের নিয়ম অনুযায়ী, বাইরের খাবার হোটেল চত্বরের মধ্যে খাওয়া যায় না। কিন্তু তবুও সিএসকে দলের কথা মাথায় রেখে হোটেলের তরফে নিজেদের ঘরে বসে বাইরে থেকে আনানো বিরিয়ানি খাওয়ার অনুমতি দেয়া হয়। কিন্তু ধোনি চেয়েছিলেন হোটেলের বোর্ডরুমে বসে সবাই বিরিয়ানি খাবেন। কিন্তু হোটেল সে অনুমতি দেয়নি। এরপরই রেগেমেগে গ্র্যান্ড কাকাতিয়া থেকে বেরিয়ে তাদেরই প্রধান প্রতিদ্বন্দ্বী তাজ কৃষ্ণায় চলে যান গোটা দল ও সহকারী কর্মীদের নিয়ে। আশ্চর্যজনকভাবে বিসিসিআই-র বেশ কিছু কর্মকর্তারও থাকার ব্যবস্থা হয়েছিল কাকাতিয়ায়। কিন্তু ধোনিকে অনুসরণ করে তারাও তাজ কৃষ্ণাতেই গিয়ে ওঠেন। এমনকি বিসিসিআই প্রধান এন শ্রীনিবাসনও কাকাতিয়ায় নিজের বুকিং বাতিল করে দেন। গ্র্যান্ড কাকাতিয়ার তরফে এই ঘটনার সত্যতা স্বীকার করা হয়েছে। হোটেলের জনসংযোগ কর্মকর্তা সুহাসিনি জানিয়েছেন, “এই বিষয়ে চেন্নাই সুপার কিংস-এর আধিকারিকদের জিজ্ঞাসা করুন, কেন তারা কোনো কিছু না জানিয়েই হোটেল খালি করে বেরিয়ে যান।” এদিকে বিসিসিআই-এর এক কর্মকর্তা জানিয়েছেন, “বিরিয়ানিই প্রধান কারণ কিনা জানি না, আমি যতটুকু খবর পেয়েছি তাতে ধোনি হোটেল পরিষেবায় অখুশি ছিল। তাই হোটেল স্থানান্তরের সিদ্ধান্ত নেয়া হয়েছে ”

Comments
Loading...