Connecting You with the Truth

বিশ্বকাপ ক্রিকেট ২০১৫: টস জিতে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

brendon-mccullum-and-michael-clarke-2015wcবিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। দুই দলই অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে।

সপ্তমবারের মতো বিশ্বকাপের ফাইনাল খেলতে নামছে অস্ট্রেলিয়া। অন্যদিকে নিউজিল্যান্ডের এটিই প্রথম বিশ্বকাপ ফাইনাল।

টস জয়ের পর নিউজিল্যান্ডের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম বলেন, ‘আমরা নিজেদের সেরা খেলা উপহার দিবো। জয়ের নিশ্চয়তা দিচ্ছি না তবে নিজেদের সামর্থ্যের সবটুকু নিংড়ে দিবো।’

অস্ট্রেলিয়ান অধিনায়ক মাইকেল ক্লার্ক বলেন, ‘গোটা অস্ট্রেলিয়া আমাদের দিকে তাকিয়ে আছে। আশা করছি, তাদেরকে আমরা বিনোদনময়ী ক্রিকেট উপহার দিতে পারবো।’

বিশ্বকাপের আগের ১০ ফাইনালের ৬টিতে টসে হেরে যাওয়া দল জয়লাভ করে।  ১৯৮৭ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়া, ৯২’র বিশ্বকাপের ফাইনালে পাকিস্তান, ৯৬’র বিশ্বকাপের ফাইনালে শ্রীলংকা এবং ২০০৭ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়া টস জয়ের পর শিরোপা জয় করে। অন্য ছয়বারের ফাইনালেই টসে হেরে যাওয়া দলটি শেষ হাসি হাসে।

অস্ট্রেলিয়া: অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, মাইকেল ক্লার্ক (অধিনায়ক), শেন ওয়াটসন, গ্লেন ম্যাক্সওয়েল, ব্রাড হাডিন, জেমস ফকনার, মিশেল জনসন, মিচেল স্টার্ক, জস হ্যাজলউড।

নিউজিল্যান্ড: ব্রেন্ডন ম্যাককালাম (অধিনায়ক), মার্টিন গাপটিল, কেন উইলিয়ামসন, রস টেইলর, গ্রান্ট এলিয়ট, কোরি অ্যান্ডারসন, লুক রনকি, ড্যানিয়েল ভেট্টরি, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি।

Comments
Loading...