Connecting You with the Truth

বিশ্বচ্যাম্পিয়ন ইতালি জয় ডাচদের হার

s-3
স্পোর্টস ডেস্ক:
প্রথম দশ মিনিটের ম্যাজিকে ২-০ গোলের জয় পেয়েছে ইতালি। নেদারল্যান্ডসের বিপক্ষে ইমোবিলে ও রসির গোলে প্রীতি ম্যাচে এ জয় তুলে নেয় চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি। গত বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বিদায় নেওয়া ইতালির নতুন কোচ হিসেবে অ্যান্তোনিও কোন্তের শুরুটা মন্দ হলো না। তার শিষ্যরা তাকে জয় উপহার দিয়েই শুরু করল। অন্যদিকে লুইস ভ্যান গালের উত্তরসূরি হিসেবে আসা ডাচদের নতুন কোচ গাস হিডিংকের শুরু হলো হার দিয়ে। ম্যাচের শুরুতেই গুছিয়ে উঠতে পারেনি গত বিশ্বকাপের তৃতীয় স্থানে থাকা নেদারল্যান্ডস। ম্যাচের ৩ মিনিটেই চিরো ইমোবিলের গোলে এগিয়ে যায় ইতালি। লিওনার্দো বনুচ্চির সহায়তায় অভিষেক গোলটি করেন তিনি। ছয় মিনিট পর ম্যাচের মাত্র ৯ মিনিটেই প্রথম গোলের ধাক্কা সামলাতে, না সামলাতে আরো একটি হোঁচট খায় ডাচরা। পোর্তোর সেন্টার-ব্যাক ব্র“নো মার্টিনস প্রতিপক্ষের খেলোয়াড়কে নিজ ডি বক্সে ফেলে দিলে ম্যাচের দায়িত্বে থাকা রেফারি তাকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন। দশ জনের দলের বিপক্ষে পাওয়া পেনাল্টি থেকে ম্যাচের ১০ মিনিটে গোল করেন ড্যানিয়েল ডি রসি। তবে এর আগে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল ডাচরা। øেইডারের একটি জোড়ালো শট ইতালির গোল পোস্টের উপর দিয়ে চলে গেলে গোল পায়নি হিডিংক শিষ্যরা। ম্যাচের বাকি সময়ে দশ জন নিয়ে খেললেও ডাচদের রক্ষনভাগ ভেদ করে আর কোনো গোল আদায় করে নিতে পারে নি ইতালি। ফলে, ২-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।

Comments
Loading...