বিশ্বজিত এর নতুন গান
বিনোদন ডেস্ক:
সম্প্রতি তিনি কণ্ঠ দিয়েছেন ‘বৃষ্টি ছুঁয়ে দেখনা’ শিরোনামের একটি গানে। স্নেহাশীষ ঘোষের কথায় গানটির সুর করেছেন তরুণ সুরকার এবং কণ্ঠশিল্পী মিলন। গানটির সংগীতপরিচালনা করেছেন রেজোয়ান শেখ। গানটি ‘মিলন হল এতো দিনে’ শিরোনামের একটি মিক্সড অ্যালবামে থাকবে। অ্যালবামটির সব গানের সুর করেছেন মিলন। গানটি প্রসঙ্গে কুমার বিশ্বজিৎ বলেন, সাধারণত মিক্সড অ্যালবামে আমি খুবই কম গান করি। এই গানটির কথা এবং সুর আমার ভালো লেগেছে। তাই গানটি করলাম। আশাকরি শ্রোতাদেরও গানটি ভালো লাগবে। অন্যদিকে মিলন বলেন, অনেক বড় একটি স্বপ্ন পূরণ হল আজ। যার গান শুনে বড় হয়েছি তিনি আমার সুরে একটি গানে কণ্ঠ দিয়েছেন। অন্যরকম এক অনুভূতি কাজ করছে নিজের ভেতর। নিজের সর্বচ্চো দিয়ে চেষ্টা করেছি একটি ভালো গান সৃষ্টি করার। আশাকরি শ্রোতাদের গানটি ভালো লাগবে।