বিনোদন

বিশ্বজুড়ে পৃথিবীর নতুন রক্ষাকর্তারা ঢাকায় আসছে গ্যালাক্সির গার্ডিয়ানরা

Published

on


বিনোদন ডেস্ক:
বিশ্বজুড়ে আলোড়ন তোলা পৃথিবীর নতুন রক্ষাকর্তারা এবার আসছেন ঢাকায়। আগামী ৫ সেপ্টেম্বর থেকে তাদেরকে দেখা যাবে বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সের পর্দায়। ক্রিস র্প্যাট, জোয়ি সালদানা, ভিন ডিজেল, ডেভ বাতিস্তা, র্ব্যাডলি কুপারের মতো তারকাদের নিয়ে নির্মিত ‘গার্ডিয়ান অব দ্য গ্যালাক্সি’ ত্রিমাত্রিক প্রযুক্তিতে ঢাকায় মুক্তি দিচ্ছে স্টার সিনেপ্লেক্স। এ বছর হলিউডের সবচেয়ে বেশি ব্যবসাসফল ছবি ‘গার্ডিয়ান অব দ্য গ্যালাক্সি। এখন এটি আছে হলিউড টপচার্টের শীর্ষে। সুপারহিরোদের নতুন বাহিনী দর্শকদের সামনে এনে আবারও ব-অফিস কাঁপিয়ে দিয়েছে মারভেল কমিকস। গত ১ আগস্ট যুক্তরাষ্ট্রে মুক্তি পাওয়ার পর প্রথম সপ্তাহে ‘গার্ডিয়ানরা তুলে আনে ৯ কোটি মার্কিন ডলার, যা মারভেলের অন্য দুই ছবি ‘এক্স মেন: ডেজ অব দ্য ফিউচার পাস্ট’ এবং ‘দ্য অ্যামাজিং স্পাইডার ম্যান টু’র রেকর্ডকে ছাড়িয়ে গেছে। ১৭ কোটি ডলার বাজেটের ‘গার্ডিয়ান্স অব দ্য গ্যালাি মোট আয় ছাড়িয়ে গেছে ৫০ কোটি মার্কিন ডলারের ঘর। ‘গার্ডিয়ান্স অব দ্য গ্যালাক্সি’ হলো মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের দশম কিস্তি। ছবিটি পরিচালনা করেছেন জেমস গান। এর গল্পে দেখা যায়, মা-হারা মহাকাশ অ্যাডভেঞ্চারার কুইলের পেশা হলো চুরি। এক রহস্যময় গোলাকার বস্তু চুরির পর ঝামেলায় পড়ে সে। অশুভ শক্তির দল বস্তুটি পেতে চায় জেনে মহাবিশ্বের নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেয় কুইল। এজন্য প্রতিদ্বন্দ্বী আর একসময়ের শত্র“দের সঙ্গেও হাত মেলাতে তার দ্বিধা নেই। তাই গামোরা, ডেক্স, জেনেটিক গবেষণা থেকে সৃষ্ট রকেট এবং গাছের মতো দেখতে গ্র“ট যোগ দেয় তার দলে। ২ ঘণ্টা ২ মিনিট ব্যাপ্তির ছবিটি মুক্তি দিয়েছে ওয়াল্ট ডিজনি স্টুডিও মোশন পিকচার্স। ঢাকায় ছবিটির মুক্তি উপলক্ষে ২ সেপ্টেম্বর সন্ধ্যায় স্টার সিনেপ্লেক্সে একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে আমন্ত্রিত অতিথিদের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version