Connecting You with the Truth

বিসিজি ট্রাস্টের দায়ী শিক্ষার্থীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ফটোসাংবাদিক লাঞ্ছিত হবার ঘটনায় সিপিজেএ’র তীব্র প্রতিবাদ

চট্টগ্রাম প্রতিনিধি:
গতকাল শনিবার সকালে পেশাগত দায়িত্ব পালনের সময় চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী রোডে বিসিজি ট্রাস্টের একটি বিশ্ববিদ্যালয়ের অনানুমোদিত ক্যাম্পাসে কিছু উচ্ছৃঙ্খল শিক্ষার্থীদের হাতে ৪ জন ফটোসাংবাদিক লাঞ্ছিত হওয়ায় তীব্র প্রতিবাদ ও ঘটনায় জড়িতদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে চট্টগ্রাম ফটোজার্নালিস্ট এসোসিয়েশন (সিপিজেএ)। সিপিজেএ সভাপতি দিদারুল আলম ও সাধারণ সম্পাদক রাশেদ মাহমুদ এক বিবৃতিতে বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় বিসিজি ট্রাস্টের কিছু শিক্ষার্থী ফটোসাংবাদিকের ওপর আকস্মিক হামলা চালায়। এতে ৪ ফটোসাংবাদিক আহত হন। তারা হলেন সিপিজেএ কর্মকর্তা ও বাংলানিউজ টুয়েন্টি ফোর ডট কমের উজ্জ্বল কান্তি ধর, সিপিজেএ সদস্য ও আমাদের সময়ের এস.এম.তামান্না, প্রথম আলোর জুয়েল শীল ও পূর্বকোণের মোহাম্মদ শরিফ চৌধুরী। সিপিজেএ নেতারা সর্বস্তরের প্রশাসনের কাছে সাংবাদিকের ওপর হামলাকারী দুষ্কৃতকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং এ ধরনের ঘটনার আর পুনরাবৃত্তি না ঘটার জন্যে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

Comments
Loading...