Connecting You with the Truth

বিয়ের পিঁড়িতে বসা হলো না মজনু’র

ফুলবাড়ি প্রতিনিধি, কুড়িগ্রাম:
বিয়ের পিঁড়িতে বসা হলো না হলো না মজনুর রহমানের (২৩)। গত বৃহস্পতিবার পারিবারিকভাবে তার বিয়ের দিনক্ষণ ধার্য ছিল। কনে পার্শ্ববর্তী নওদাবশ গ্রামের মোজাফ্ফর হোসেনের কন্যা মৌসুমি আক্তার। তার বিয়ের স্বপ্ন চুরমার করে দেয় ঘাতক রাইস মিল। রাইস মিলের হলারের আঘাতে আহত মজনু গত বৃহস্পতিবার ধার্য করা বিয়ের দিন সকাল ১০টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মজনু উপজেলার চন্দ্রখানা গ্রামের আব্দুর রহমানের পুত্র।
নিহত মজনুর পরিবার জানায়, বিয়ে উপলক্ষে মজনু গত সোমবার বিকেলে ধান ভানার জন্য পার্শ্ববর্তী সুজা ইঞ্জিনিয়ারের রাইস মিলে যান। সেখানে ধান ভানার এক পর্যায়ে চলন্ত মিলের হলার ভেঙ্গে মজনুর মাথায় প্রচণ্ড আঘাত লাগে। স্থানীয় লোকজন আহত মজনুকে উদ্ধার করে প্রথমে ফুলবাড়ি হাসপাতাল এবং পরে অবস্থার অবনতি হলে ওই দিনই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
মজনুর পিতা আব্দুর রহমান তার পুত্র হত্যার বিচার দাবি করে বলেন, ‘মিল মালিকের গাফলতির কারণেই ঘটেছে এই ঘটনা। মিলের হলারটি দীর্ঘদিন থেকে ত্র“টিযুক্ত থাকলেও সময় মতো ভাল না করায় আমার ছেলের প্রাণ গেল।’
এ ব্যাপারে, ফুলবাড়ি থানার ওসি বজলুর রশিদ বলেন, ঘটনা শুনেছি, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

Comments
Loading...