Connecting You with the Truth

বুসান উৎসবে জালালের গল্প

b-1
বিনোদন ডেস্ক:
প্রথমবারের মত দক্ষিণ কোরিয়ার বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘নিউ কারেন্টস’ প্রতিযোগিতায় মনোনিত হল বাংলাদেশে চলচ্চিত্র ‘জালালের গল্প’। তরুণ পরিচালক আবু শাহেদ ইমনের চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত প্রথম চলচ্চিত্র এটি। শুধুমাত্র প্রথম ও দ্বিতীয় চলচ্চিত্র নির্মাতাদের জন্য নির্ধারিত এই প্রতিযোগিতায় এ বছর ১০টি দেশের মোট ১২টি চলচ্চিত্র অংশ নিতে যাচ্ছে। ‘জালালের গল্প’ ইতিমধ্যেই এ উৎসব থেকে পোষ্ট-প্রোডাকশনের জন্য এশিয়ান সিনেমা ফান্ড অনুদান লাভ করেছে এবং বর্তমানে চলচ্চিত্রটির পোষ্ট-প্রোডাকশনের কাজ চলছে দক্ষিণ কোরিয়ায়। ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিত চলচ্চিত্রটিতে অভিনয় করেছে মোশাররফ করিম, মৌসুমি হামিদ, তৌকির আহমেদ, শর্মীমালা, নূরে আলম নয়ন, মিতালি দাশসহ আর অনেকে। ছবিটির নাম ভূমিকায় অভিনয় করেছেন নবাগত শিশু শিল্পী মোহাম্মদ ইমন ও তরুণ অভিনেতা আরাফাত রহমান। আবু শাহেদ ইমন জানিয়েছেন, আগামী ২-১১ অক্টোবর ২০১৪ অনুষ্ঠিত হতে যাওয়া এ উৎসবে ‘নিউ কারেন্টস’ প্রতিযোগিতা বিভাগে জুরি বোর্ডের প্রধান হিসেবে আছেন ‘সেপারেশন’খ্যাত অস্কার জয়ী ইরানিয়ান চলচ্চিত্র নির্মাতা আসঘর ফারহাদি। ‘নিউ কারেন্টস’ প্রতিযোগিতায় অন্যান্য চলচ্চিত্রগুলো মনোনিত হয়েছে ফিলিপাইন, কোরিয়া, লেবানন, জাপান, চায়না, ইরান, তাইওয়ান, ভারত ও ইরাক থেকে।

Comments
Loading...