Connecting You with the Truth

বৃহস্পতিবার ইসরাইলি হামলায় আরও তিন হামাস নেতা নিহত

dt.common.streams.StreamServerগাজায় ইসরাইলি হামলায় বৃহস্পতিবার সকালে তিন হামাস নেতা নিহত হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। দক্ষিণ গাজার রাফায় ওই ইসরাইলি বিমান হামলায় মোট আটজন নিহত হয়।

ইজেদ্দিন আল-কাসেম ব্রিগেড এক বিবৃতিতে জানিয়েছে, নিহত নেতারা হলেন মোহাম্মদ আবু শামালা, রায়েদ আল আতর ও মোহাম্মদ বারহুম।

জরুরি সার্ভিসের মুখপাত্র আশরাফ আল-কাদ্রা বলেন, ওই হামলায় চারতলাবিশিষ্ট একটি আবাসিক ভবন ধ্বংস হয়ে যায়।

Comments
Loading...