দেশজুড়ে

বেগম রোকেয়া বিশ্বিবিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে দুই প্যানেলের লড়াই

Published

on

তপন কুমার রায়, বেরোবি প্রতিনিধি:
রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ২০শে জানুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে দুই প্যানেলের হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে। রবিবার বিকাল ৩ টায় শিক্ষক সমিতির নির্বাচনের প্রার্থীদের চুড়ান্ত তালিকা প্রকাশ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন কমিশন। চুড়ান্ত প্রার্থীদের তালিকায় প্রগতিশীল শিক্ষক সমাজের প্যানেলে সভাপতি পদে আর.এম হাফিজুর রহমান, সহ সভাপতি মো. ফরিদুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. আলী রায়হান সরকার, সাধারন সম্পাদক ড. পরিমল চন্দ্র বর্মন, যুগ্ম সম্পাদক মো. রফিউল আজম খান ও সদস্যপদে ১০ জন শিক্ষকের চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। অন্যদিকে নীল দলের প্যানেলের প্রার্থীদের সভাপতি পদে ড. নাজমুল হক, সহ সভাপতি পদে মো. শাহ্ জামান, কোষাধ্যক্ষ মো. আমীর শরীফ, সাধারন সম্পাদক পদে মো. শাহীনুর রহমান, যুগ্ম সম্পাদক পদে মো. গোলাম রব্বানীসহ সদস্যপদে ১০ জন শিক্ষকের নাম প্রকাশ করা হয়েছে। বেরোবির শিক্ষক সমিতির প্রধান নির্বাচন কমিশনার শেখ মাজিদুল হক জানান, আজ বিকাল ৩ টায় প্রার্থীদের চুড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। এই দুই প্যানেলের বাইরে সাধারন সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী গণিত বিভাগের প্রভাষক মো. মশিয়ার রহমানসহ ১৫ টি পদের বিপরীতে মোট ৩১ জন প্রার্থীতা গ্রহণ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version