Connecting You with the Truth

বেতন-ভাতা বাড়ছে ক্রিকেটারদের

women-31
স্পোর্টস ডেস্ক:ভালো খেললে তার ফল পাবেন। এবার সেটাই পেয়েছেন বাংলাদেশের প্রমীলা ক্রিকেটাররা। ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো করায় এবার মহিলা ক্রিকেট দল নিয়ে মনোযোগী বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই লক্ষ্যে প্রমীলা ক্রিকেটারদের প্রায় ৩০ জনকে বেতন-ভাতার আওতায় আনবে বিসিবি । এর আগে মাত্র ২০ জন ক্রিকেটার এই সুবিধা পেতেন। সেই সঙ্গে বাড়ছে বেতন-ভাতার পরিমাণও। শনিবার মহিলা ক্রিকেটের ফাইনাল শেষে এমনই জানান বিসিবি’র মহিলা ক্রিকেট বিভাগের চেয়ারম্যান আবু আউয়াল চৌধুরী বুলু, ‘আমরা মেয়েদের ক্রিকেট নিয়ে গুরুত্বের সঙ্গে কাজ করছি। যাতে করে তারা টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো অন্যান্য আসরেও ভালো করতে পারে। তাই তাদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। সেই সঙ্গে একটি মহিলা ‘এ’ দল করারও চিন্তা করছি। যেন পাইপলাইনে ক্রিকেটার নিয়ে কোন সঙ্কট না হয়।’ তবে বেতন প্রক্রিয়াটি এবার গ্রেডিং পদ্ধতিতেই করা হচ্ছে বলে জানা গেছে। এ+, এ, বি, সি ও রুকি এই কয়েকটি গ্রেডে পয়েন্টের ভিত্তিতে বেতন দেয়া হবে। এ+ সর্বোচ্চ ৩০ হাজার এবং পর্যায়ক্রমে ২৫, ২০, ১৫ ও ১০ হাজার টাকা হবে গ্রেড অনুসারে বেতনের পরিমাণ। তবে এখনো তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়নি বিসিবি। তা ছাড়া কোন কোন ক্রিকেটার এখানে জায়গা করে নেবেন, তা নিয়ে বোর্ডে আলোচনার পরই ঘোষণা করা হবে।

Leave A Reply

Your email address will not be published.