বেনাপোলে জন্মাষ্টমী পালিত
বেনাপোল, যশোর:
পাঠবাড়ি ব্রম্য হরিদাস ঠাকুরীর আশ্রমে রবিবার শ্রীকৃষ্ণের জন্ম অষ্টমী পালিত হয়েছে। এ দিবস উপলক্ষে সকালে শার্শা উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি শান্তিপদ বিশ্বাসের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এটিএম শরিফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শার্শা উপজেলা পূজা উদযাপন পরিষদের। আলোচনাসভা শেষে বাতি জ্বেলে মঙ্গল প্রজ্জ্বলনের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার এটিএম শরিফুল ইসলাম। শ্রীকৃষ্ণের হাজার হাজার ভক্তদের নিয়ে এক মঙ্গল শোভাযাত্রা বের হয়। মঙ্গল শোভাযাত্রাটি বেনাপোল বাজার হয়ে উপজেলা সদর শার্শাসহ, নাভারণ ও বাগ আঁচড়া বাজার প্রদক্ষিণ করেন।