বেনাপোলে মাদকব্যবসায়ীসহ গ্রেফতার ৩
বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে পৃথক পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ী ও মাদক মামলার পলাতক এক আসামীকে গ্রেফতার করেছে পোর্ট থানা পুলিশ। রোববার সকালে পোর্ট থানার ভবারবেড় ও রেল স্টেশন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো মাদক ব্যবসায়ী ভবারবেড় গ্রামের শাহিনুরের স্ত্রী সায়রা খাতুন (৩৫), আক্কাস আলীর ছেলে আমিনুর রহমান (২৯) ও মাদক মামলার পলাতক আসামি গাতিপাড়া গ্রামের নূর মোহাম্মদের ছেলে ফজলু (৩৩)।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, গ্রেফতার হওয়া নারী-পুরুষ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। মাদক বেচা-কেনা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে মাদকের আস্তানায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ফজলু দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। সম্প্রতি সে রেলস্টেশন এলাকায় অবস্থান করেছেন, এমন সংবাদের ভিত্তিতে তাকেও গ্রেফতার করা হয়। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশেরপত্র/এডি/আর