Connecting You with the Truth

বেনাপোলে ১০ টি সোনার বার সহ আটক ১

05-9-15(Gold)-1 copy

বেনাপোল প্রতিনিধি : বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী পুটখালি গ্রাম থেকে শনিবার দুপুরে ৪০ লাখ টাকার ১০ টি সোনার বার সহ তৌহিদুল (২৫) নামে একজন যুবককে আটক করেছে ২৩ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। আটক স্বর্ণ পাচারকারী বেনাপোল পোর্ট থানার পুটখালি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তৌহিদুল জানায়,সে সোনা বহনকারি একজন শ্রমিক। প্রকৃত মালিক পুটখালি গ্রামের আলতাফ সর্দারের ছেলে কামাল হোসেন ।

২৩ বিজিবি পুটখালি ক্যাম্পের সুবেদার সফিউদ্দিন হাওলাদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় পুটখালি সীমান্তের বটতলা পোষ্ট দিয়ে তৌহিদুল নামে এক যুবক বাইসাইকেল করে সোনার বার নিয়ে ভারতে পাচারের উদ্যেশে বর্ডারের দিকে যাচ্ছে।বিজিবি সেখানে অভিযান চালিয়ে বাইসাইকেলসহ তৌহিদুলকে আটক করে তার দেহ তল্লাশি করে ১০ টি সোনার উদ্ধার করে। যার বাজার মুল্য ৪০ লাখ টাকা।আটক তৌহিদুলের বিরুদ্ধে সোনা পাচারের মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

Comments
Loading...