বেনাপোল বন্দরে ভয়াবহ অগ্নিকান্ড
বেনাপোল সংবাদদাতা: যশোরের বেনাপোল বন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার আনুমানিক ভোর পৌনে ৬টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। বন্দর থানার ওসি অপূর্ব হাসান জানান, আমি ঘুমিয়েছিলাম। খবর শুনে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই।