Connecting You with the Truth

শিক্ষক সংকট এবং সেশন জট নিরসনের দাবিতে বেরোবিতে মানববন্ধন

12660255_1713861422170785_434156226_n

বেরোবি প্রতিনিধি:  রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের উদ্যোগে বিভাগে শিক্ষক সংকট এবং সেশন জট নিরসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।এতে উপস্থিত ছিলেন বিভাগটির সকল ব্যাচের শিক্ষার্থীরা।পরে তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর একটি আবেদন পত্র পেশ করেন। উক্ত মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন বিভাগটির ২০১১-১২ শিক্ষাবর্ষেও শিক্ষার্থী মো;আব্দুর হাই,মীর রুনা লায়লা,২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আদিসহ আরোও অনেকে। সমাবেশে বক্তারা বলেন,আমরা ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থীরা গত দুই বছর যাবৎ শিক্ষক সংকটে রয়েছি।এর কারণে আমাদেও শিক্ষা কার্যক্রমে চরম বিঘ্নতার সৃষ্টি হয়েছে। বর্তমানে বিভাগটিতে ৭ টি ব্যাচ রয়েছে। যার বিপরীতে রয়েছে মাত্র ৪ জন শিক্ষক।এই ৪ জন শিক্ষকের পক্ষে সকল ব্যাচের ক্লাস-পরীক্ষা চালিয়ে নেয়া সম্ভব হচ্ছে না। তারা আরোও অভিযোগ করে বলেন,নতুন শিক্ষক যোগদানের কথা শোনা গেলেও এখন পর্যন্ত কোন শিক্ষক যোগদান করেননি।শিক্ষক সংকটের কারণে বিভাগটিতে প্রায় দেড় বছরের সেশনজটের সৃষ্টি হয়েছে।

Comments
Loading...