Connecting You with the Truth

বেরোবিতে জাতীয় শোক দিবস পালন

B R U News 15 08 2015  (2)

তপন কুমার রায়, বেরোবি সংবাদদাতা ।। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪০ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০১৫ যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে শনিবার সকাল ৯টায় কালো ব্যাজ ধারণ, কালো পতাকা উত্তোলন ও জাতীয় পতাকা অর্ধনমিত করণসহ ক্যাম্পাসে শোক র‌্যালি উদ্বোধর করেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী। র্যা লি শেষে স্বাধীনতা স্মারক চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপাচার্য ও বিভিন্ন সংগঠন পুষ্পার্ঘ্য অর্পন করেন। পরে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় শোক দিবস উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর ড. নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় সভায় প্রধান অতিথি হিসাবে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী বক্তৃতা প্রদান করেন।

অনুষ্ঠান শেষে দু’আ ও মুনাজাত করা হয়। এসব কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।

শিক্ষক সমিতির জাতীয় শোক দিবস পালনঃ এদিকে জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। দিবসটি উপলক্ষে আজ শনিবার সকাল ১১টায় ক্যাম্পাসের স্বাধীনতা স্মারক ভাস্কর্যের পাদদেশে বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয় সমিতির পক্ষ থেকে। সমিতির সাধারণ সম্পাদক ড. পরিমল চন্দ্র বর্মণের নের্তৃত্বে বিভিন্ন বিভাগের শিক্ষকরা এতে অংশ নেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের শহীদ সদস্যদের স্মৃতির উদ্দেশ্যে এ সময় সেখানে এক মিনিট নিরবতাও পালন করেন শিক্ষকবৃন্দ।

দিবসটি উপলক্ষে আগামীকাল ১৬ আগস্ট রবিবার সমিতির পক্ষ থেকে কালো ব্যাজ ধারণ, সকাল সাড়ে ৯টায় ক্যাম্পাসে শোক র‌্যালি এবং বেলা ২টায় গণিত বিভাগের গ্যালারি রুমে আলোচনা সভার আয়োজন করা হয়।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Comments
Loading...