Connecting You with the Truth

বেরোবিতে সান্ধ্যকালীন কোর্স বাতিলের দাবিতে ছাত্রফ্রন্টের বিক্ষোভ মিছিল

বেরোবি প্রতিনিধি, রংপুর:
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক কালে চালু হওয়া এমবিএ (প্রফেশনাল) কোর্স বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সমাজতান্ত্রিক ছাত্রফন্টের বেরোবি শাখা। দুপুর একটার সময় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বেরোবি শাখার উদ্যোগে মিছিলটি কবি হায়াত মামুদ ভবন থেকে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। প্রদক্ষিণের এক পর্যায়ে বিক্ষোভ মিছিলটি প্রশাসনিক ভবন হয়ে বিবিএ অনুষদ ভবনে (একাডেমিক ভবন-৩) এসে দাঁড়ায়। মিছিল শেষে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের বেরোবি শাখার সভাপতি আহসান হাবিব, সাধারণ সম্পাদক উৎপল কুমার, সাংগঠনিক সম্পাদক যুগেশ নারায়ণ ত্রিপুরা, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ছাত্র নেতা নাসির আহমেদসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
বক্তব্যকালে প্রত্যেক বক্তাই ইভিনিং কোর্স নামের শিক্ষাবিক্রি ও শিক্ষা বাণিজ্যিকীকরণ, বিশ্বব্যাংকের অনুদানে ২০ বছর মেয়াদী কৌশলমাত্র হেকেপ (ঐরমযবৎ বফঁপধঃরড়হ য়ঁধষরঃু বহযধহপবসবহঃ ঢ়ৎড়লবপঃ) বাতিলের দাবি তোলেন।

Comments
Loading...