Connecting You with the Truth

বেরোবি শিক্ষক সমিতির নির্বাচনে প্রগতিশীল শিক্ষক সমাজের নিরঙ্কুশ বিজয়

Begum_Rokeya_University_logoতপন কুমার রায়/বেরোবি প্রতিনিধি- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ৩য় বার্ষিক নির্বাচনে নীল দল থেকে ১টি সদস্য পদ বাদে সম্পুর্ন প্যানেলে মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল শিক্ষক সমাজ নিরঙ্কুশ বিজয় লাভ করেছে ।
প্রগতিশীল শিক্ষক সমাজের প্যানেলে সভাপতি পদে ড.আর এম হাফিজুর রহমান ৬৭টি ভোট লাভ করে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন।এই পদের প্রতিদন্ধী হিসাবে ড.নাজমুল হক ৫৬ টি ভোট লাভ করেছেন।
সহ সভাপতি পদে ড.আবু কালাম মোঃ ফরিদ-উল ইসলাম ৬৭ টি ভোট লাভ করে সহ সভাপতি নির্বাচিত হয়েছেন।প্রতিদন্ধী হিসাবে নীল দলের শাহজামানের ৫৭ ভোট লাভ করেছেন।
প্রগতিশীল শিক্ষক সমাজের ড.পরিমল চন্দ্র বর্মণ ৬২ টি ভোট পেয়ে সাধারন সম্পাদক পদে নির্বাচিত হন। তার প্রতিদন্ধী হিসাবে নীল দলের শাহিনুর রহমান ৫২ টি ভোট ও সতন্ত্র পদে মশিয়ার রহমান ৮ টি ভোট লাভ করে।
যুগ্ম-সম্পাদক পদে নীল দলে মোঃ গোলাম রব্বানী ও প্রগতিশীল শিক্ষক সমাজের মোহাম্মদ রফিউল আজম খাঁন ৬১ টি করে ভোট পেয়ে একই হওয়ার কারনে লটারীর মাধ্যমে প্রগতিশীল শিক্ষক সমাজের মোহাম্মদ রফিউল আজম খাঁন যুগ্ম-সম্পাদক পদে নির্বাচিত হন।
প্রগতিশীল শিক্ষক সমাজের আলী রায়হান সরকার ৬৩ টি ভোট পেয়ে কোষাধ্যক্ষ পদে জয় লাভ করে। কোষাধ্যক্ষ পদের প্রতিদন্ধী হিসাবে নীল দলের মোঃ আমির শরীফ ৬০ টি ভোট পেয়েছেন।
এছারাও প্রগতিশীল শিক্ষক সমাজের প্যানেলে ১০ টি সদস্য পদের মধ্যে মোট ৯ টি পদে নিরঙ্কুশ বিজয় লাভ করেছেন। সদস্য পদের প্রার্থী হিসাবে ৭১ টি ভোট পেয়ে মোঃ হান্নান মিয়া ১ম,৭০টি ভোট পেয়ে মোঃ গাজী মাজহারুল আনোয়ার ২য়,৬৭ টি ভোট পেয়ে মোঃ তাবিউর রহমান ৩য়,৬৭ টি ভোট পেয়ে মোঃ সাইদুর রহমান ৪র্থ,৬৭ টি ভোট পেয়ে মোঃ আতিউর রহমান ৫ম,৬৬ টি ভোট পেয়ে মোঃ নুরুল হুদা লিটন ৬ষ্ঠ,৬৬ টি ভোট পেয়ে তানিয়া তোফাস ৭ম,৬৫টি ভোট পেয়ে মোঃ আব্দুর রকিব ৮ম এবং ৬৩ টি ভোট পেয়ে মোঃ সাখাওয়াত হোসেন ১০ম স্থান লাভ করেন।
অন্যদিকে মাত্র ১টি পদে নীল দলের ড. তুহিন ওয়াদুদ ৬৪ টি ভোট পেয়ে সদস্য পদে ৯ম স্থান লাভ করেছেন।
নির্বাচন ফলাফল জানানো শেষে প্রধান নির্বাচন কমিশনার শেখ মাজেদুল হক বলেন, এই নির্বাচন সুষ্ঠ ভাবে সম্পন্ন করতে পেরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী,কর্মকর্তা/কর্মচারী,পুলিশ প্রশাসন,সাংবাদিকসহ সকলকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কৃতঙ্গতা জানাচ্ছি। জয়-পরজয়ের এই নির্বাচনের সকল প্রার্থীদেরকেও আমার ব্যক্তিগত ও নির্বাচন কমিশনারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা রইল। আমি মনে করি শিক্ষকদের সুবিচারে এই নির্বাচনে গণতন্ত্রের জয় হয়েছে ।

Comments
Loading...