বেশি চাপে থাকবে ভারত: হাবিবুল বাশার
স্পোর্টস ডেস্ক:
মাঠের খেলা শুরু হওয়ার আগেই শুরু হয়ে গেছে কথার খেলা। বাংলাদেশ-ভারত কোয়ার্টার ফাইনালের আগেই দু দেশের সাবেক ক্রিকেটারদের মন্তব্য নিয়ে চলছে নানান রকমের জল্পনা কল্পনা। কেউ বা বলছেন ভারত ফেভারিট কেউ বা বলছেন বাংলাদেশ! তবে দু দেশের সাবেক ক্রিকেটাররা যে সব কিছুর উর্ধ্বে নিজের দেশের জয়টাকেই সবার আগে চাইছেন সেটা আর বলার অপেক্ষা রাখেনা। মেলবোর্নের মত মাঠে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের মত মঞ্চে ভারতের সাথে খেলাটা বাংলাদেশের জন্যে অনেক চাপের বলে কেউ কেউ বললেও বাংলাদেশের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সেটা মানতে নারাজ। ২০০৭ সালে ভারতকে হারানো বাংলাদেশ দলের অধিনায়ক হাবিবুল বাশার মনে করেন বাংলাদেশের থেকে ভারতই বেশি চাপে থাকবে। ভারতের আনন্দবাজার পত্রিকায় দেয়া সাক্ষাৎকারের এক পর্যায়ে বাশার বলেন, ‘আমার মনে হয় আমাদের থেকে বেশি চাপে থাকবে ভারত। আমাদের তো মূল লক্ষ্য ছিল প্রথম বারের মতো বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল যাওয়া। সেটা হয়ে গিয়েছে। এখন যা হবে সব অর্জনের পালা। হারাবার কিছু নেই। ভারতের তো তা নয়। ওদের জিততেই হবে। এ জন্যই দু’হাজার সাতেও ওদের অসম্ভব চাপে দেখেছিলাম।’