Connecting You with the Truth

বেড়ায় শহীদ আব্দুল খালেক স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বেড়া প্রতিনিধি, পাবনা:

পাবনার বেড়ায় শহীদ আব্দুল খালেক স্টেডিয়ামে জেলা ভিত্তিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। গত শুক্রবার ২৯ শে আগস্ট বিকাল ৪টায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেড়া পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল মানু মান্নান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেড়া পৌর মেয়র আলহাজ্ব আব্দুল বাতেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব দিতে হবে এবং খেলাধুলার মাধ্যমে আমাদের দেশকে বিশ্বের কাছে পরিচিতি করতে হবে ও আন্তর্জাতিক মানের খেলোয়ার হিসেবে গড়ে তুলতে হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেড়া সার্কেল কর্মকর্তা সিদ্দুকুর রহমান ও বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন। এছাড়াও উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, টুর্নামেন্টের পরিচালনা কমিটির সভাপতি বেড়া পৌর কমিশনার হাবিবুর রহমান হবি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন হান্নান। আরও উপস্থিত ছিলেন, বেড়া পৌর যুবলীগের সভাপতি আব্দুল লতিফ সরকার প্রমুখ। উদ্বোধনী দিনে ঢাকা জেলা বনাব নওগাঁ জেলার মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় নওগাঁ জেলা ৪-০ গোলে জয়ী হয়।

Comments
Loading...