বেড়া বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ড
বেড়া প্রতিনিধি, পাবনা:
পাবনার বেড়া বিদ্যুৎকেন্দ্রে রবিবার রাত ১০টার দিকে এক মারাত্মক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বিদ্যুৎকেন্দ্রটির একটি ইউনিটের প্রায় সকল যন্ত্রপাতিই পুড়ে নষ্ট হয়ে গেছে বলে জানা যায়। প্রত্যেক্ষদর্শীরা জানায়, রবিবার রাতে বিদ্যুৎকেন্দ্রের ১নং ইউনিটে হঠাৎ করেই আগুন লেগে যায়। এ সময় বিদ্যুৎকেন্দ্রের মোট নয়টি ইউনিটের সবগুলোই চালু ছিল। খবর পেয়ে বেড়া ফায়ার সার্ভিস এণ্ড সিভিল ডিফেন্সের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার পর থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত ইউনিটটির বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে। বেড়া বিদ্যুৎকেন্দ্রের একাধিক কর্মকর্তা অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।