Connecting You with the Truth

বৈশাখে ‘ঘাসফুল’

b-4বিনোদন ডেস্ক:

আকরাম খান পরিচালিত প্রথম ছবি ‘ঘাসফুল’ মুক্তি পাচ্ছে এবারের পহেলা বৈশাখে। আগামী ১৪ এপ্রিল থেকে এটি চলবে রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে। এতে অভিনয় করেছেন কাজী আসিফ, শায়লা সাবি, তানিয়া বৃষ্টি, নায়লা আজাদ নুপুর ও মানস বন্দ্যোপাধ্যায়। ছবিটির দৃশ্যধারণ হয়েছে কুষ্টিয়ায়। এর কাহিনী লিখেছেন আকরাম খান। তার সঙ্গে মিলে চিত্রনাট্য তৈরি করেছেন লায়লা আফরোজ ও মশিউল আলম। সংগীত পরিচালনায় সানী জুবায়ের। ইমপ্রেস টেলিফিল্মের নতুন প্রকল্প বুটিকস সিনেমার আওতায় নির্মিত ছবিটি গত ১ ডিসেম্বর বিনাকর্তনে সেন্সর বোর্ডের ছাড়পত্র পায়। আকরাম খান বলেছেন, ‘নব্বই দশকের মধ্যবিত্ত বাঙালি জীবনকে তুলে ধরার চেষ্টা করেছি। এটা দেখলে সবাই স্মৃতিকাতর হবেন।’

Comments
Loading...