Connecting You with the Truth

বোকো হারামকে হটিয়ে দেয়ার দাবি নাইজেরিয়ার

15.+Bokoআন্তর্জাতিক ডেস্ক:

বোকো হারাম জঙ্গিদের হটিয়ে উত্তরপূর্বাঞ্চলের বামা শহর পুনরুদ্ধারের দাবি করেছে নাইজেরীয় সামরিক বাহিনী। অভিযানে বহু জঙ্গি নিহত হয়েছেন এবং বোর্নো রাজ্যের দ্বিতীয় বৃহত্তম এই শহরটিতে থাকা বাকি জঙ্গিদের নির্মূলে অভিযান অব্যাহত আছে বলে সামরিক বাহিনীর বরাত দিয়ে মঙ্গলবার জানিয়েছে বিবিসি। বর্নোর পাশের রাজ্য ইয়োবের গোনিরি শহর থেকেও বোকো হারামকে সামরিক বাহিনী হটিয়ে দিয়েছে বলে প্রকাশিত খবরে জানা গেছে। অভিযানে জঙ্গিপক্ষে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন নাইজেরীয় সামরিক বাহিনীর মুখপাত্র জেনারেল ক্রিস ওলুকোলাদে । অভিযানের মুখে বোকো হারাম জঙ্গিরা সীমানা পার হয়ে চাদে পালিয়ে গেছে বলে জানিয়েছেন তিনি। চাদের সামরিক বাহিনী পালিয়ে যাওয়া জঙ্গিদের পিছু নিয়েছে বলেও জানিয়েছেন তিনি। বর্নোর প্রধান শহর মাইদুগুরির কাছাকাছি অবস্থানের কারণে বামা কৌশলগতভাবে বেশ গুরুত্বপূর্ণ। বোকো হারামের বিদ্রোহ শুরু হওয়ার পর থেকে শহরটি বেশ কয়েকবার ভয়াবহ সহিংসতার মুখোমুখি হয়েছে। ছয় মাস আগে পুরোপুরি দখল করে নেয়ার আগে জঙ্গিরা শহরটিতে বেশ কয়েকবার তীব্র হামলা চালিয়েছিল। আরেক অভিযানে পাশের রাজ্যের শহর গোনিরিও সোমবার পুনরুদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। নাইজেরিয়া ও প্রতিবেশি কয়েকটি দেশ সম্প্রতি বোকো হারামের বিরুদ্ধে বড় ধরনের অভিযান শুরু করেছে। নাইজেরীয় কর্মকর্তারা জানিয়েছেন, ইয়োবে ও আদামাবা রাজ্যে কোনো শহর আর বোকো হারামের নিয়ন্ত্রণে নেই। কিছুদিনের মধ্যে বর্নোও পুরোপুরি মুক্ত হয়ে যাবে বলে প্রতিশ্র“তি দিয়েছেন ওলুকোলাদে। নাইজেরিয়ার উত্তরাঞ্চলে ইসলামি শরিয়া রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ২০০৯ সাল থেকে বিদ্রোহী লড়াই শুরু করে বোকো হারাম। জঙ্গিগোষ্ঠীটির হামলায় তখন থেকে এ পর্যন্ত প্রায় ১৩ হাজার মানুষ নিহত হয়েছেন। সম্প্রতি সিরিয়া ও ইরাকভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এ যোগ দিয়েছে বোকো হারাম।

 

Comments
Loading...