Connecting You with the Truth

বোথামকে ওয়াসিমের নিন্দা প্রকাশ

s-8
স্পোর্টস ডেস্ক:
সীমিত ওভারে ম্যাচে বিশেষ করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ক্রিকেটারদের খেলতে না দেওয়ার খেসারত দিচ্ছে ইংল্যান্ড। এমনটাই মনে করছেন পাকিস্তানের সাবেক পেসার ওয়াসিম আকরাম। দিনদুয়েক আগে আইপিএল বন্ধের পক্ষে কথা বলেছেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ইয়ান বোথাম। টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত কলামে আকরাম বলেছেন, ‘সীমিত ওভারের ম্যাচে খুব বেশি আগ্রহ দেখায় না ইংল্যান্ড। এ জন্য প্রতিভার অভাবে ৫০ ওভারের ফরমেটে ধুঁকছে দলটি।’ ৫০ ওভারের ফরমেটে যেখানে বাকি দলগুলো সাফল্য পাচ্ছে সেখানে ইংল্যান্ডের অবস্থা খুবই নাজুক। এ ব্যাপারে আকরামের মত, সীমিত ওভারের ম্যাচে সারাবছর ধরে খেলে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ভারত। এর মধ্যে আইপিএলেও অংশ নেয় ক্রিকেটাররা। ইংল্যান্ড আগে আইপিএলে ক্রিকেটারদের খেলার অনুমতি দিলেও এখন তা বন্ধ করে দিয়েছে। এটাই কারণ, যার খেসারত তারা দিচ্ছে সংক্ষিপ্ত ভার্সনের ম্যাচে। বছরের শুরুতে অস্ট্রেলিয়ার কাছে ৪-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরেছে ইংল্যান্ড। আর সম্প্রতি ঘরের মাঠে আয়োজিত সিরিজে পরাজিত হয়েছে ভারত ও শ্রীলঙ্কার কাছে। এ মুহূর্তে আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ইংল্যান্ডের অবস্থান পঞ্চম।

Comments
Loading...